Realme C3 -র দাম 500 টাকা বেড়েছে
করোনাভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন। আর লকডাউনের মধ্যেই প্রায় সব জনপ্রিয় স্মার্টফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে স্মার্টফোনে জিএসটি 12 শতাংশ থেকে বাড়িয়ে 18 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। 1 এপ্রিল থেকে স্মার্টফোনে নতুন জিএসটি প্রযোজ্য হয়েছে। তাই তড়িঘড়ি স্মার্টফোনের দাম বাড়িয়েছে বিভিন্ন কোম্পানি। একই পথে হেঁটে দামি হয়েছে বিভিন্ন Realme স্মার্টফোন।
সম্প্রতি লঞ্চ হওয়া Realme 6 ও Realme 6 Pro এর দাম বেড়েছে 1,000 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 6 কিনতে 13,999 টাকা খরচ হবে। 6GB RAM + 64GB স্টোরেজ ও 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে যথাক্রমে 15,999 টাকা ও 16,999 টাকা খরচ হবে। Realme 6 Pro-র দাম শুরু হচ্ছে 17,999 টাকা থেকে। কোম্পানি জানিয়েছে 2018 সালের পরে এই প্রথম স্মার্টফোনের দাম বাড়াল কোম্পানি।
লকডাউনের মধ্যেই ফোনের দাম বাড়াল Xiaomi, Redmi ও Poco
স্মার্টফোন মডেল | ্পুরনো দাম (টাকা) | নতুন দাম (টাকা) |
---|---|---|
Realme 6 Pro | 16,999 | 17,999 |
Realme 6 | 12,999 | 13,999 |
Realme 5i | 8,999 | 9,999 |
Realme C3 | 6,999 | 7,499 |
Realme X2 | 16,999 | 17,999 |
Realme X2 Pro | 27,999 | 29,999 |
Realme X2 Pro Master Edition | 34,999 | 36,999 |
জানুয়ারিতে লঞ্চ হওয়া Realme 5i-এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। গত মাসে লঞ্চ হওয়া Realme C3 এর দাম 500 টাকা বেড়ে হয়েছে 7,499 টাকা। Realme X2-র দাম 1,000 টাকা বাড়লেও Realme X2 Pro-র দাম বাড়েনি। যদিও Realme 5, Realme 5s, Realme 5 Pro, Realme X ও Realme XT-র দাম 1,000 টাকা বাড়িয়েছে চিনের কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন