iPhone 13 Price Drops to Lowest on Vijay Sales
Photo Credit: Apple
Amazon এবং Flipkart-এর ফেস্টিভ সিজন সেল গত মাসে সমাপ্ত হয়েছে। মেগা ডিসকাউন্ট ও অফার পেতে আবার এক বছর অপেক্ষা। তবে আজ আপনাকে এমন একটা অফারের সন্ধান দেবো, যা পুজোর সময় সেলেও পাওয়া যায়নি। 79,900 টাকা দামে ভারতে লঞ্চ হওয়া iPhone 13 এখন পাওয়া যাচ্ছে মাত্র 32,900 টাকায়। তাও এই দাম কোনও ব্যাঙ্ক ডিসকাউন্ট ছাড়াই। অর্থাৎ, আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আবার ক্রেডিট কার্ডে মাসিক কিস্তির (EMI) মাধ্যমে কিনলে 5,000 টাকা পর্যন্ত বা 5 থেকে 7.5 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। চলুন দেখে নিই iPhone 13 কোন প্ল্যাটফর্মে এমন আকর্ষণীয় অফারে কেনা যাচ্ছে।
iPhone 13 লঞ্চ হয়েছিল 2021 সালের সেপ্টেম্বরে। সেই সময় দাম ছিল 79,900 টাকা। বিগত চার বছরে অনেকটা দাম কমেছে। আর এখন Vijay Sales ফোনটিকে বিক্রি করছে 32,900 টাকায়। আইফোনের এই মডেলটির লিস্টেড প্রাইস 49,900 টাকা। অর্থাৎ, 17,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে। তবে আপনি আইসিআইসিআই (ICICI) বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড EMI-তে কিনলে 5,000 টাকা তাৎক্ষণিক ছাড় পেতে পারেন।
অন্য দিকে, iPhone 13 এর 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ভিজয় সেলসে 56,900 টাকায় বিক্রি হচ্ছে। ICICI এবং SBI কার্ডের EMI অফার এই মডেলের উপরেও প্রযোজ্য। ফোনটি একাধিক রঙের বিকল্পে কেনার সুযোগ আছে। কালার অপশনগুলোর মধ্যে রয়েছে মিডনাইট, গ্রীন, ব্লু, পিঙ্ক, স্টারলাইট, ও রেড।
Photo Credit: Vijay Sales
আইফোন 13 একটি 6.1 ইঞ্চি XDR OLED ডিসপ্লে সহ এসেছে, যা FHD+ রেজোলিউশন (1,170 x 2,532 পিক্সেল), 1,200 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনে সেরামিক শিল্ড গ্লাস প্রোটেকশন আছে। ডিভাইসটি 5 ন্যানোমিটার প্রসেসে নির্মিত হেক্সা-কোর Apple A15 Bionic প্রসেসর দিয়ে সজ্জিত। ফোনটিতে iOS 15 প্রি-ইনস্টলড ছিল, তবে এখন iOS 26.1 ভার্সনে আপগ্রেড করা যাবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, আইফোন থার্টিন ডুয়াল এলইডি ফ্ল্যাশ ও ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। এতে f/1.6 অ্যাপারচার এবং সেন্সর-শিফ্ট OIS সহ 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 23 মিমি ওয়াইড 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।
হ্যান্ডসেটটি 3,240 এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে, যা 30 মিনিটে 50 শতাংশ চার্জ হয়ে যায়। এতে 15 ওয়াট ওয়্যারলেস ম্যাগসেফ এবং 15 ওয়াট Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। এটি IP68-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা পেয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.