ভাঙবে না, ভিজবেও না, মাত্র 6,399 টাকায় দেশের সবচেয়ে সস্তা মিলিটারি ফোন আনল Itel

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 সেপ্টেম্বর 2025 11:43 IST
হাইলাইট
  • Itel A90 Limited Edition মডেলের বডি MIL-STD-810H সার্টিফায়েড
  • এই স্মার্টফোনে Apple-এর স্টাইলে ডায়নামিক বার ফিচার আছে
  • IP54 রেটিং জল ও ধুলো থেকেও সুরক্ষা প্রদান করে

Itel A90 Limited Edition ফোনে IP54 জলরোধী রেটিং আছে

Photo Credit: Itel

Itel সবথেকে কম দামে মিলিটারি গ্রেড স্মার্টফোন লঞ্চ করে চমকে দিল। সংস্থাটি A90 Limited Edition মডেল ভারতে এনেছে। এটি 7,000 টাকার মধ্যে প্রথম বাজেট ফোন যার বডি MIL-STD-810H সার্টিফায়েড। সহজ করে বললে, Ite A90 লিমিটেড এডিশন সহজে ভাঙবে না ও এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উচ্চ তাপমাত্রা, ঠান্ডা, আর্দ্রতা, এবং ধাক্কা সহ্য করতে পারে। এই ধরনের ফোন অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেশি টেকসই হবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। হ্যান্ডসেটটিতে IP54 রেটিং থাকার ফলে জল ও ধুলো থেকেও সুরক্ষা প্রদান করবে।

ভারতে Itel A90 Limited Edition ফোনের দাম 

ভারতে Itel A90 Limited Edition এর দাম 6,399 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 3 জিবি র‍্যাম + 64 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে 6,899 টাকা খরচ হবে। ডিভাইসটি অরোরা ব্লু, স্টারলিট ব্ল্যাক এবং স্পেস টাইটানিয়াম রঙে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড Itel A90 মডেলটির 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ও 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য যথাক্রমে 6,499 টাকা ও 6,999 টাকা।

Itel A90 Limited Edition স্পেসিফিকেশন, ফিচার্স

আইটেল A90 লিমিটেড এডিশনের সামনে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে রয়েছে। স্ক্রিনে আইফোনের স্টাইলে ডায়নামিক বার ফিচার দেওয়া হয়েছে, যা ফ্রন্ট ক্যামেরা কাটআউটের চারপাশে কল অ্যালার্ট, এবং ব্যাটারি চার্জিং সম্পর্কিত নোটিফিকেশন দেখায়। স্মার্টফোনটি ইউনিসক T7100 প্রসেসর চলে। চিপটি 4 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 64 জিবি স্টোরেজ কনফিগারেশন অফার করে।

আইটেলের নতুন মডেলটি কোম্পানির নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট Aivana 2.0 দিয়ে সজ্জিত। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন জটিল গাণিতিক সমস্যা সমাধান, অ্যাপ খোলা, হোয়াটসঅ্যাপ ভয়েস বা ভিডিয়ো কল, ও ভয়েস কমান্ড দিয়ে সেটিংস বদলানোর মতো কাজ করতে পারবেন। উন্নত অডিও কোয়ালিটির জন্য ফোনটি DTS প্রযুক্তির সঙ্গে এসেছে। এটি সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড 14 গো সংস্করণে চলে, যা মূলত লো-বাজেট ফোনের জন্য গুগলের তৈরি অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন।

Itel A90 এর লিমিটেড এডিশন মডেল মিলিটারি-গ্রেড MIL-STD-810H ডিউরাবিলিটি সার্টিফিকেশন পেয়েছে। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটি IP54 রেটিং সহ এসেছে। ছবি ও ভিডিও তোলার জন্য পিছনে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 8 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি 15W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি অফার করে। সিকিরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

 
KEY SPECS
Display 6.60-inch
Processor octa-core
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 14 Go
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Tecno Pova Slim 5G: বিশ্বের সবচেয়ে পাতলা ফোন ভারতে হাজির, দাম জেনে নিন
  2. Jio পুজোর আগে বাম্পার অফার আনল, রিচার্জ করলে 3,000 টাকার ভাউচার ফ্রি
  3. ভাঙবে না, ভিজবেও না, মাত্র 6,399 টাকায় দেশের সবচেয়ে সস্তা মিলিটারি ফোন আনল Itel
  4. পুজোর মুখে জোড়া ধাক্কা, জোমাটোর পর খাবার অর্ডার করার খরচ বাড়াল Swiggy
  5. Samsung-এর জোড়া চমক, Galaxy S25 FE ও Galaxy Tab S11 সিরিজ লঞ্চ হচ্ছে আগামীকাল
  6. Motorola Edge 60 Neo ট্রিপল ক্যামেরা, OLED ডিসপ্লে সহ আসছে, পুজোর আগে লঞ্চ হতে পারে
  7. 6,000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Oppo A5i Pro 5G
  8. পুজোর আগে ফি বাড়িয়ে দিল Zomato, বিরিয়ানি, চাইনিজ অর্ডার করতে 20 শতাংশ বেশি খরচ
  9. বিদ্যুতের গতিতে চার্জ হবে iQOO 15, ডিসপ্লে ও ক্যামেরায় চমকে দেবে সবাইকে
  10. পুজো সেলের ঘোষণা করল Xiaomi, কোন কোন স্মার্টফোনে ডিসকাউন্ট পাবেন দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.