Itel A90 Limited Edition সবথেকে কম দামের ফোন যা MIL-STD-810H ডিউরাবিলিটি সার্টিফিকেশন পেয়েছে।
Photo Credit: Itel
Itel A90 Limited Edition Now Available in 128GB Storage
Itel A90 Limited Edition স্মার্টফোনের নতুন 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হল। এটি সেপ্টেম্বরে ভারতের সবচেয়ে কম দামের মিলিটারি গ্রেড (MIL-STD-810H সার্টিফায়েড) ফোন হিসেবে বাজারে এসেছিল। সেই সময় সর্বাধিক 64 জিবি স্টোরেজ কনফিগারেশন ছিল। কিন্তু নতুন মডেলে দ্বিগুণ স্টোরেজ পাওয়া যাবে। তাও আবার 7,300 টাকার মধ্যে৷ ফোনটিতে 3P প্রোটেকশন আছে। সহজ কথায়, এটি ধুলো, জলের হালকা ছিটে, ও হালকা আঘাত বা পড়ে যাওয়ার ধাক্কা সহ্য করতে সক্ষম। বেশি স্টোরেজ ছাড়া Itel A90 Limited এডিশনের 128 জিবি ভার্সনে বাকি সব ফিচার ও স্পেসিফিকেশন মূল মডেলের মতো একই রাখা হয়েছে।
আইটেল এ90 লিমিটেড এডিশন 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 7,299 টাকা ধার্য করা হয়েছে। অন্য দিকে, 3 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে যথাক্রমে 6,399 টাকা এবং 6,899 টাকা খরচ হবে। ফোনটি অরোরা ব্লু, স্টারলিট ব্ল্যাক এবং স্পেস টাইটানিয়াম রঙে পাওয়া যাচ্ছে।
Itel A90 লিমিটেড এডিশনের সামনে 6.6 ইঞ্চি IPS ডিসপ্লে রয়েছে যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 480 নিট পিক ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও এইচডি+ রেজোলিউশন (720 x 1,620 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনে আইফোনের স্টাইলে ডায়নামিক বার ফিচার আছে। এটি ফ্রন্ট ক্যামেরা কাটআউটের চারপাশে কল অ্যালার্ট, এবং ব্যাটারি চার্জিং সম্পর্কিত নোটিফিকেশন প্রদর্শন করে। সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
স্মার্টফোনটি 2.2 গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর ইউনিসক T7100 প্রসেসর দ্বারা চালিত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। উন্নত অডিও কোয়ালিটির জন্য ফোনটি DTS প্রযুক্তির সঙ্গে এসেছে। ডিভাইসটি সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড 14 গো এডিশনে সংস্করণে চলে, যা মূলত কম বাজেটের মোবাইল ফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন।
Itel A90 Limited Edition মডেলে কোম্পানির নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট আছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়ে ট্রান্সলেট, জটিল অঙ্ক সমাধান, অ্যাপ খোলা, হোয়াটসঅ্যাপ ভয়েস বা ভিডিয়ো কল, এবং সেটিংস পাল্টানোর মতো কাজ করতে পারবেন। হ্যান্ডসেটটি 5,000mAh ব্যাটারি পেয়েছে যা 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, পিছনে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Madam Sarpanch Now Streaming on OTT: Know Where to Watch This Hindi Dub Version of Saubhagyawati Sarpanch Online