Itel A90 Limited Edition মডেলটি 7,000 টাকার মধ্যে প্রথম বাজেট ফোন যা MIL-STD-810H ডিউরাবিলিটি সার্টিফিকেশন পেয়েছে।
Photo Credit: Itel
Itel A90 Limited Edition ফোনে IP54 জলরোধী রেটিং আছে
Itel সবথেকে কম দামে মিলিটারি গ্রেড স্মার্টফোন লঞ্চ করে চমকে দিল। সংস্থাটি A90 Limited Edition মডেল ভারতে এনেছে। এটি 7,000 টাকার মধ্যে প্রথম বাজেট ফোন যার বডি MIL-STD-810H সার্টিফায়েড। সহজ করে বললে, Ite A90 লিমিটেড এডিশন সহজে ভাঙবে না ও এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উচ্চ তাপমাত্রা, ঠান্ডা, আর্দ্রতা, এবং ধাক্কা সহ্য করতে পারে। এই ধরনের ফোন অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেশি টেকসই হবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। হ্যান্ডসেটটিতে IP54 রেটিং থাকার ফলে জল ও ধুলো থেকেও সুরক্ষা প্রদান করবে।
ভারতে Itel A90 Limited Edition এর দাম 6,399 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 3 জিবি র্যাম + 64 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে 6,899 টাকা খরচ হবে। ডিভাইসটি অরোরা ব্লু, স্টারলিট ব্ল্যাক এবং স্পেস টাইটানিয়াম রঙে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড Itel A90 মডেলটির 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ও 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য যথাক্রমে 6,499 টাকা ও 6,999 টাকা।
আইটেল A90 লিমিটেড এডিশনের সামনে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে রয়েছে। স্ক্রিনে আইফোনের স্টাইলে ডায়নামিক বার ফিচার দেওয়া হয়েছে, যা ফ্রন্ট ক্যামেরা কাটআউটের চারপাশে কল অ্যালার্ট, এবং ব্যাটারি চার্জিং সম্পর্কিত নোটিফিকেশন দেখায়। স্মার্টফোনটি ইউনিসক T7100 প্রসেসর চলে। চিপটি 4 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 64 জিবি স্টোরেজ কনফিগারেশন অফার করে।
আইটেলের নতুন মডেলটি কোম্পানির নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট Aivana 2.0 দিয়ে সজ্জিত। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন জটিল গাণিতিক সমস্যা সমাধান, অ্যাপ খোলা, হোয়াটসঅ্যাপ ভয়েস বা ভিডিয়ো কল, ও ভয়েস কমান্ড দিয়ে সেটিংস বদলানোর মতো কাজ করতে পারবেন। উন্নত অডিও কোয়ালিটির জন্য ফোনটি DTS প্রযুক্তির সঙ্গে এসেছে। এটি সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড 14 গো সংস্করণে চলে, যা মূলত লো-বাজেট ফোনের জন্য গুগলের তৈরি অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন।
Itel A90 এর লিমিটেড এডিশন মডেল মিলিটারি-গ্রেড MIL-STD-810H ডিউরাবিলিটি সার্টিফিকেশন পেয়েছে। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটি IP54 রেটিং সহ এসেছে। ছবি ও ভিডিও তোলার জন্য পিছনে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 8 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি 15W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি অফার করে। সিকিরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন