6,000 টাকারও কমে লঞ্চ হল Itel Zeno 20 স্মার্টফোন, সস্তায় পাবেন জমজমাট ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 অগাস্ট 2025 20:29 IST
হাইলাইট
  • Itel Zeno 20 ফোনে IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে
  • ফোনটিতে রয়েছে কোম্পানির নিজস্ব Aivana 2.0 AI অ্যাসিস্ট্যান্ট
  • Itel Zeno 20 ভারতে 6,000 টাকার মধ্যে লঞ্চ হয়েছে

Itel Zeno 20 অরোরা ব্লু, স্টারলিট ব্ল্যাক এবং স্পেস টাইটানিয়াম রঙে উপলব্ধ

Photo Credit: Itel

Itel Zeno 20 শুক্রবার ভারতে লঞ্চ হল। বেশি টাকা দিয়ে স্মার্টফোন কেনার সাধ্য সবার থাকে না। আবার অনেকেই শুধু বেসিক ফিচার দিয়েই কাজ চালাতে ভালবাসেন। সেই ক্রেতাদের কথা মাথায় রেখে 6,000 টাকারও কম দামে এসেছে আইটেলের নতুন মডেলটি। ফোনটিতে Unisoc T7100 চিপসেট ব্যবহার করা হয়েছে। একটি বাজেট ফোন হওয়া সত্ত্বেও Itel Zeno 20 এর ফিচার্সে কিন্তু খামতি নেই। এটি IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 90Hz রিফ্রেশ রেট, DTS সাউন্ড, ডাইনামিক বার, ভয়েস কমান্ড সমর্থন সহ Aivana 2.0 AI অ্যাসিস্ট্যান্ট, 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ, এবং ডুয়াল 4G VoLTE কানেক্টিভিটির সঙ্গে এসেছে।

Itel Zeno 20 স্পেসিফিকেশন ও ফিচার্স

Itel Zeno 20 এর সামনে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে রয়েছে। আইফোনের স্টাইলে ডায়নামিক বার ফিচার দেওয়া হয়েছে, যা ফ্রন্ট ক্যামেরা কাটআউটের চারপাশে কল অ্যালার্ট, ব্যাটারি চার্জিং সম্পর্কিত নোটিফিকেশন দেখায়। স্মার্টফোনটি ইউনিসক প্রসেসর চলে। চিপটি 3 জিবি/4 জিবি র‍্যাম এবং 64 জিবি/128 জিবি স্টোরেজ কনফিগারেশন অফার করে।

আইটেল জেনো 20 এর ইন্টার্নাল স্টোরেজের অব্যবহৃত অংশ ভার্চুয়াল র‍্যাম হিসেবে কাজে লাগানো যাবে। সঙ্গে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট রাখা হয়েছে। ফোনটিতে HDR সাপোর্ট করে এমন 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য, একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ। হ্যান্ডসেটটির 5,000mAh ব্যাটারি USB টাইপ-সি চার্জার দিয়ে চার্জ করা যাবে। এটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Itel Zeno 20 কোম্পানির নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট Aivana 2.0 দিয়ে সজ্জিত, যা হিন্দি ভাষায় প্রশ্ন বুঝতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীরা গাণিতিক সমস্যা সমাধান, অ্যাপ খোলা, হোয়াটসঅ্যাপ কল করা, এবং ভয়েস কমান্ড দিয়ে সেটিংস বদলানোর মতো কাজ করতে পারবেন। সফটওয়্যারের দিক থেকে, অ্যান্ড্রয়েড 14 গো সংস্করণে চলে এটি। এছাড়া, DTS সাউন্ড, ফাইন্ড মাই ফোন, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ল্যান্ডস্কেপ মোডের মতো অতিরিক্ত বৈশিষ্ট্য রয়েছে।

ভারতে Itel Zeno 20 এর দাম ও অফার

ভারতে Itel Zeno 20 এর দাম 5,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 3 জিবি র‍্যাম + 64 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে 6,899 টাকা খরচ হবে। ডিভাইসটি অরোরা ব্লু, স্টারলিট ব্ল্যাক এবং স্পেস টাইটানিয়াম রঙে পাওয়া যাচ্ছে। আগস্ট 25 থেকে অ্যামাজনের মাধ্যমে এ দেশে কেনার জন্য উপলব্ধ হবে। লঞ্চ অফারের অংশ হিসেবে গ্রাহকরা ফোনটির 3 জিবি এবং 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টে সীমিত সময়ের জন্য যথাক্রমে 250 টাকা ও 300 টাকার ছাড় পেতে পারেন।

 
KEY SPECS
Display 6.60-inch
Processor octa-core
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 14 Go
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6,000 টাকারও কমে লঞ্চ হল Itel Zeno 20 স্মার্টফোন, সস্তায় পাবেন জমজমাট ফিচার্স
  2. 8,000mAh ব্যাটারির সুপারম্যান স্মার্টফোন আনছে Realme ও OnePlus, পুজোর পরেই লঞ্চ
  3. ফ্লিপ ফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! বিস্ময় জাগিয়ে হাজির Honor Magic V Flip 2
  4. 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Note 15 Pro সিরিজ, কত দাম জেনে নিন
  5. Vivo T4 Pro 5G বাজার কাঁপাতে আসছে, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে বিরাট চমক
  6. কমপ্যাক্ট স্মার্টফোনে বাজিমাত করতে চলেছে Xiaomi, ব্যাটারি ও ক্যামেরা ছোঁবে নতুন মাত্রা
  7. Google Pixel 10 সিরিজের চমক, 10,000 টাকা ক্যাশব্যাকের সঙ্গে 19,500 টাকার AI পরিষেবা Free
  8. Google Pixel 10 সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু, একের পর এক চমকে দেওয়ার মতো ঘোষণা
  9. স্মার্ট গ্যাজেটের নতুন যুগলবন্দী, Google আনল Pixel Watch 4 ও Pixel Buds 2
  10. Google Pixel 10 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, দাম ও ফিচার্স শুনলে আইফোন ভুলে যাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.