Itel Zeno 20 এর সামনে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে রয়েছে।
Photo Credit: Itel
Itel Zeno 20 অরোরা ব্লু, স্টারলিট ব্ল্যাক এবং স্পেস টাইটানিয়াম রঙে উপলব্ধ
Itel Zeno 20 শুক্রবার ভারতে লঞ্চ হল। বেশি টাকা দিয়ে স্মার্টফোন কেনার সাধ্য সবার থাকে না। আবার অনেকেই শুধু বেসিক ফিচার দিয়েই কাজ চালাতে ভালবাসেন। সেই ক্রেতাদের কথা মাথায় রেখে 6,000 টাকারও কম দামে এসেছে আইটেলের নতুন মডেলটি। ফোনটিতে Unisoc T7100 চিপসেট ব্যবহার করা হয়েছে। একটি বাজেট ফোন হওয়া সত্ত্বেও Itel Zeno 20 এর ফিচার্সে কিন্তু খামতি নেই। এটি IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 90Hz রিফ্রেশ রেট, DTS সাউন্ড, ডাইনামিক বার, ভয়েস কমান্ড সমর্থন সহ Aivana 2.0 AI অ্যাসিস্ট্যান্ট, 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ, এবং ডুয়াল 4G VoLTE কানেক্টিভিটির সঙ্গে এসেছে।
Itel Zeno 20 এর সামনে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে রয়েছে। আইফোনের স্টাইলে ডায়নামিক বার ফিচার দেওয়া হয়েছে, যা ফ্রন্ট ক্যামেরা কাটআউটের চারপাশে কল অ্যালার্ট, ব্যাটারি চার্জিং সম্পর্কিত নোটিফিকেশন দেখায়। স্মার্টফোনটি ইউনিসক প্রসেসর চলে। চিপটি 3 জিবি/4 জিবি র্যাম এবং 64 জিবি/128 জিবি স্টোরেজ কনফিগারেশন অফার করে।
আইটেল জেনো 20 এর ইন্টার্নাল স্টোরেজের অব্যবহৃত অংশ ভার্চুয়াল র্যাম হিসেবে কাজে লাগানো যাবে। সঙ্গে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট রাখা হয়েছে। ফোনটিতে HDR সাপোর্ট করে এমন 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য, একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ। হ্যান্ডসেটটির 5,000mAh ব্যাটারি USB টাইপ-সি চার্জার দিয়ে চার্জ করা যাবে। এটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Itel Zeno 20 কোম্পানির নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট Aivana 2.0 দিয়ে সজ্জিত, যা হিন্দি ভাষায় প্রশ্ন বুঝতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীরা গাণিতিক সমস্যা সমাধান, অ্যাপ খোলা, হোয়াটসঅ্যাপ কল করা, এবং ভয়েস কমান্ড দিয়ে সেটিংস বদলানোর মতো কাজ করতে পারবেন। সফটওয়্যারের দিক থেকে, অ্যান্ড্রয়েড 14 গো সংস্করণে চলে এটি। এছাড়া, DTS সাউন্ড, ফাইন্ড মাই ফোন, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ল্যান্ডস্কেপ মোডের মতো অতিরিক্ত বৈশিষ্ট্য রয়েছে।
ভারতে Itel Zeno 20 এর দাম 5,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 3 জিবি র্যাম + 64 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে 6,899 টাকা খরচ হবে। ডিভাইসটি অরোরা ব্লু, স্টারলিট ব্ল্যাক এবং স্পেস টাইটানিয়াম রঙে পাওয়া যাচ্ছে। আগস্ট 25 থেকে অ্যামাজনের মাধ্যমে এ দেশে কেনার জন্য উপলব্ধ হবে। লঞ্চ অফারের অংশ হিসেবে গ্রাহকরা ফোনটির 3 জিবি এবং 4 জিবি র্যাম ভেরিয়েন্টে সীমিত সময়ের জন্য যথাক্রমে 250 টাকা ও 300 টাকার ছাড় পেতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন