Itel Zeno 20 Max ভারতে 4 জিবি পর্যন্ত র্যাম ও 64 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে।
Photo Credit: Itel
Itel Zeno 20 Max has an IP54 rating for dust and splash resistance
Itel Zeno 20 Max ভারতে আত্মপ্রকাশ করল। এটি একটি বাজেট মোবাইল ফোন যা 6,000 টাকারও কমে দেশের বাজারে বিক্রি হবে। স্মার্টফোনটি লো-বাজেট সেগমেন্টে একমাত্র মিলিটারি-গ্রেড সার্টিফায়েড মডেল। ফোনটি 43 ডিগ্রি তাপমাত্রায় 72 ঘন্টা কাজ করতে সক্ষম। এটি 95 শতাংশ হিউমিডিটি রেজিস্ট্যান্সের সাথে এসেছে। Itel Zeno 20 Max ভারতে 4 জিবি পর্যন্ত র্যাম এবং 64 জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে বিক্রি হবে। ডিভাইসের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে DTS স্পিকার, IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, অলওয়েজ-অন ডিসপ্লে, ডাইনামিক বার, AI Aivana 2.0 স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, ইত্যাদি।
Itel Zeno 20 Max এর বেস 3 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সনের দাম 5,799 টাকা ধার্য করা হয়েছে। অন্য দিকে, 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে 6,169 টাকা খরচ হবে। স্মার্টফোনটি অরোরা ব্লু, স্পেস টাইটানিয়াম, এবং স্টারলিট ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। এটি Amazon থেকে কেনা যাবে। সংস্থা জানিয়েছে, ফোনটির 128 জিবি স্টোরেজ ভার্সন এই মাসে লঞ্চ করা হবে।
আইটেল জেনো 20 ম্যাক্স-এর সামনে 6.6 ইঞ্চি IPS ডিসপ্লে রয়েছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 480 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,612 পিক্সেল), 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। স্ক্রিনে ডায়নামিক বার ফিচার আছে, যা আইফোনের মতো সেলফি ক্যামেরা কাটআউটের চারপাশে কল অ্যালার্ট ও চার্জিং সম্পর্কিত নোটিফিকেশন প্রদর্শন করে।
Itel Zeno 20 Max ফোনে 2.2 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের অক্টা-কোর Unoisoc T7100 প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটির র্যাম ভার্চুয়ালি 12 জিবি ( 4 জিবি ফিজিক্যাল + 8 জিবি ডাইনামিক) বাড়ানো যাবে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। উন্নত অডিও কোয়ালিটির জন্য ফোনটি DTS স্পিকারের সাথে এসেছে।
Itel Zeno 20 Max হ্যান্ডসেটে 5,000mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে বক্সে 10W চার্জার দেওয়া থাকবে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে 13 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা বর্তমান। ফোনটি Android 14 Go ভার্সনে রান করে, যা মূলত কম দামি স্মার্টফোনের জন্য তৈরি। এতে সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন