G7 থিনQ বাজারে আসার আগেই এল জি-র নতুন মাঝারি মূল্যের সংস্করণটি, শংসাপত্র পেল FCC র কাছ থেকে. নতুন মডেলটি এল জি Q7 হিসেবে পরিচিত হবে এবং এর মধ্যে কোম্পানির "থিন ন Q" ব্র্যান্ডটির অনেক বৈশিষ্ট্যই থাকবে. মনে করা হচ্ছে যে নতুন হ্যান্ডসেটটি এল জি G7 থিনQ এর সাথেই আসতে চলেছে 2 রা মে তেই.
FCC-র তালিকা অনুযায়ী এতে 18:9 আসপেক্ট রেশিও ডিসপ্লে প্যানেল থাকবে. অবশ্য এটিতে এন্ড্রয়েডের কোন ভার্সন ব্যবহৃত হবে তা জানা যায় নি সঠিক ভাবে. Q7 মডেলটির ব্যাপারে খুব বেশি জানা না গেলেও এল জির G7 এর ব্যাপারে অনেক কিছুই জানা গেছে.
এই পরবর্তী এল জি স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন ও আই ফোনের মতো ডিসাইন পাওয়া যাবে. থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ ও দুটি 16 মেগাপিক্সেল সেন্সর. মে মাসের 2 তারিখে নিউ ইয়র্কে মডেলটির উদ্বোধন হবে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.