কোম্পানির YouTube চ্যানালে ইতিমধ্যেই এই ভিডিও লাইভ হয়ে গিয়েছে। 22 সেকেন্ডের এই ভিডিওতে S Pen স্টাইলাসটি দেখা যাচ্ছে। সম্প্রতি আমেরিকার সার্টিফিকেশান পোর্টাল FCC তে Samsung Galaxy Note 9 ফোনটিকে দেখা গিয়েছিল।
নতুন মডেলটি এল জি Q7 হিসেবে পরিচিত হবে এবং এর মধ্যে কোম্পানির "থিন ন Q" ব্র্যান্ডটির অনেক বৈশিষ্ট্যই থাকবে. মনে করা হচ্ছে যে নতুন হ্যান্ডসেটটি এল জি G7 থিনQ এর সাথেই আসতে চলেছে 2 রা মে তেই.