সম্প্রতি বাজারে এসেছে Samsung Galaxy A সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। এই ফোনগুলি হল Samsung Galaxy A10, Galaxy A30 আর Galaxy A50। মিডরেঞ্জ বাজারের দখল নিতে Galaxy A সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি একটি সার্টিফিকেশান ওয়েবসাইটে Samsung Galaxy A40 ফোনটি দেখা গিয়েছে। আশা করা হচ্ছে শিঘ্রই লঞ্চ হবে নতুন এই ফোন।
SMA405FN মডেল নম্বরে Galaxy A40 ফোনটি দেখা গিয়েছে। নতুন ফোনে থাকছে একটি 5.7 ইঞ্চি ডিসপ্লে। থাকছে ডুয়াল ব্যান্ড Wifi আর Bluetooth 5.0। MySmartPrice ওয়েবসাইটে প্রথম এই ফোন সামনে আসে। তবে সার্টিফিকেশান ওয়েবসাইটে প্রসেসার, ক্যামেরা, স্টোরেজ সহ বিভিন্ন হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারে জানা যায়নি।
সম্প্রতি জার্মানির অফিশিয়াল Samsung ওয়েবইসাইটে Galaxy A40 ফোনটি দেখা গিয়েছিল। ইতিমধ্যেই এক রিপোর্টে জানা গিয়েছিল 249 ইউরো (প্রায় 20,000 টাকা) দামে লঞ্চ হবে এই ফোন। অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Galaxy A40 ফোনে থাকবে Exynos 7885 চিপসেট, 4GB RAM আর ডিসপ্লের নীচে সিঙ্গারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন