Mi Note 10 এর সাথেই বাজারে আসতে পারে নতুন Mi Note 10 Pro। বুধবার মাদ্রিদে এক ইভেন্টে কোম্পানির নরুন স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi।
Mi Note 10 ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে
বুধবার লঞ্চ হবে Mi Note 10। বুধবার মাদ্রিদে এক ইভেন্টে কোম্পানির নরুন স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। মঙ্গলবার চিনের বাজারে লঞ্চ হয়েছিল Mi CC9 Pro। চিনের বাইরে Mi Note 10 নামে এই ফোন লঞ্চ হতে পারে। Mi Note 10 এর সাথেই বাজারে আসতে পারে নতুন Mi Note 10 Pro।
বুধবার ভারতীয় সময় বিকাল 4 টেয় স্পেনের মাদ্রিদ শহরে Mi Note 10 ,লঞ্চ ইভেন্ট শুরু হবে। Xiaomi -র Facebook ও Twitter পেজ থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।
Mi Note 10 ফোনে থাকছে একটি 6.47 ইঞ্চি FHD+ Super AMOLED কার্ভড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 730G চিপসেট। আর থাকছে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
Mi Note 10 ফোনের পিছনে থাকছে পাঁচটা ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেল Samsung ISOCELL Bright HMX সেন্সর। এই ফোনের টেলি-ফটো ক্যামেরায় থাকছে 5x অপটিকাল জুম আর অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। যদিও ডিজিটাল জুম ব্যবহার করে 50x পর্যন্ত জুম করা যাবে। ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা। পোট্রেট তোলার জন্য একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এই ক্যামেরা 50 মিমি ফোকাল লেন্থ পাওয়া যাবে।
Mi Note 10 ফোনে থাকছে একটি 5,260 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
6GB RAM + 128GB স্টোরেজে Mi Note 10 এর দাম হতে পারে প্রায় 28,000 টাকা। অন্যদিকে 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে প্রায় 31,000 টাকা খরচ হতে পারে।
আরও পড়ুন:
108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi Note Pro আর Mi Note 10 Pro
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hogwarts Legacy Is Now Available for Free on PC via Epic Games Store: How to Redeem
iOS 26 Code Reportedly Reveals When Apple's Revamped Siri Could Launch Alongside Compatible HomePod
Samsung Galaxy S26 Ultra Reportedly Bags 3C Certification; Could Offer Long-Awaited Charging Upgrade
Clair Obscur: Expedition 33 Wins Game of the Year, Sweeps The Game Awards 2025 With 9 Wins: Full Winners' List