MediaTek Dimensity 7300-চিপসেটের সাথে উন্মোচিত হতে পারে Moto G86 Power 5G

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 13 মে 2025 10:02 IST
হাইলাইট
  • Moto G86 Power 5G-ফোনটি 50-মেগাপিক্সেলের Sony LYT-600 সেন্সর পেতে পারে
  • Moto G86 Power 5G-ফোনটি 50-মেগাপিক্সেলের Sony LYT-600 সেন্সর পেতে পারে
  • এটিতে 33W-এর TurboPower-চার্জিং-এর সমর্থন থাকতে পারে

মটো জি পাওয়ার ৫জি (২০২৫) (ছবিতে) জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মোচিত হয়েছিল

Photo Credit: Motorola

Moto G86 Power 5G-ফোনটি খুব শীঘ্রই বাজারে আসতে পারে। সম্প্রতি আলোচিত হ্যান্ডসেটটি সম্পর্কে বেশ কিছু বিবরন অনলাইনে দেখতে পাওয়া গিয়েছে। সম্প্রতি একটি রিপোর্টে হ্যান্ডসেটটির একটি বিজ্ঞাপনের ছবি প্রকাশ করা হয়েছে, যেটিতে ফোনটির ডিজাইন এবং রঙের বিকল্পগুলি দেখা যাচ্ছে। এটির রিয়ার প্যানেলটি বিভিন্ন ধরনের ফিনিশের সাথে চারটি রঙের বিকল্পে আসতে পারে। এছাড়াও রিপোর্টে হ্যান্ডসেটটির বেশ কিছু মূল বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, যেমন এটির চিপসেট, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারী এবং চার্জিং ব্যবস্থা। উল্ল্যেখযোগ্য ভাবে বলা ভালো, বিগত জানুয়ারি মাসে মটোরোলা কোম্পানি Moto G Power 5G (2025)-মডেলের সাথে Moto G 5G (2025)-এর সাথে উন্মোচিত হয়েছে।

Moto G86 Power 5G-ফোনটির আনুমানিক ডিজাইন এবং রঙের বিকল্প:

সম্প্রতি একটি অ্যানড্রয়েড হেডলাইন রিপোর্ট Moto G86 Power 5G-হ্যান্ডসেটটির একটি বিজ্ঞাপনের ইমেজ শেয়ার করেছে। ফোনটি ক্রিসন্থেমুম (প্যাল-রেড), কসমিক-স্কাই (ল্যাভেন্ডার), গোল্ডেন-সাইপ্রেস (অলিভ-গ্রিন) এবং স্পেলবাউন্ড (ব্লু-গ্রে) এই চারটি রঙে দেখতে পাওয়া যাচ্ছে। শেষের পিছনের প্যানেলটি ইকো লেদার, যেখানে ল্যাভেন্ডার বিকল্পটি কাপড়ের মতো দেখতে।

অন্য দুটির পিছনের প্যানেলও আলাদা, কিন্তু এই রেন্ডারগুলি আপাতত অস্পষ্ট। ফোনটির মধ্যের ফ্রেম এবং সামনের প্যানেলটি ফ্ল্যাট এবং উপরের মধ্যের অংশে একটি হোল-পাঞ্চ স্লট আছে। ডিসপ্লেটিকে সরু কাঠামো, সামান্য মোটা চিন সহ দেখা যাচ্ছে।

হ্যান্ডসেটটির পিছনে একটি সামান্য উঁচু আয়তকার রিয়ার ক্যামেরা ইউনিট সুন্দরভাবে সাজানো আছে। ভলিউম এবং পাওয়ার বোতামটি ফোনটির ডান দিকের অংশে আছে, যেখানে “ডলবি-অ্যাটমোস” লেখাটি উপরের কাঠামোতে লেখা আছে।

Moto G86 Power 5G-হ্যান্ডসেটটির আনুমানিক মূল্য ফিচার:

রিপোর্টে বলা হয়েছে যে, Moto G86 Power 5G-ফোনটিতে একটি 6.67-ইঞ্চির (2712×1220 পিক্সেল) pOLED ডিসপ্লে থাকতে পারে, যেটির রিফ্রেশ-রেট 120Hz এবং এটি কর্নিং গরিলা গ্লাস 7i-এর সুরক্ষা পেয়েছে। এটি MediaTek Dimensity 7300 SoC এবং 8জিবি ও 12জিবি RAM পেতে পারে। এছাড়াও ফোনটি 128জিবি ও 256জিবি স্টোরেজ সহ আসতে পারে। এটি সম্ভবত Android 15-ভিত্তিক Hello UI-দ্বারা চালিত হবে এবং দুই বছরের OS আপগ্রেড ও চার বছরের অর্ধমাসিক সিকিউরিটি আপডেট পেতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, হ্যান্ডসেটটিতে f/1.88 অ্যাপারচার ও OIS সহ একটি 50-মেগাপিক্সেলের Sony Lytia 600 প্রধান সেন্সর থাকতে পারে। এটিতে f/2.2 অ্যাপারচারের সাথে একটি 8-মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। ফোনটির সামনে f/2.2 অ্যাপারচার সহ 32-মেগাপিক্সেলের সেন্সর থাকার সম্ভবনা আছে। সম্প্রতি যে বিবরনগুলি ফাঁস হয়েছে, তা থেকে মনে অনুমান করা হচ্ছে এটিও বেস Moto G86 5G-বিকল্পের মতো একই ফিচার পেতে পারে।

বাজারের উপর ভিত্তি করে ফোনটি একটি সিম বা দুটি সিম যুক্ত হবে কিনা সেটি নির্ভর করছে। প্রতিটি বিকল্পেই ব্লুটুথ 5.4 সংযোগ ব্যবস্থা থাকতে পারে। এটি ডলবি অ্যাটমোস সহ ডুয়াল স্টেরিও স্পিকার পেতে পারে।

রিপোর্টে ফোনটি 33W TurboPower চার্জিং সমর্থিত 6,720 mAh ব্যাটারী পাওয়ার দাবি করেছে। এটির ওজন 198গ্রাম এবং পরিমাপ 61.21×74×74×8.65মিমি হতে পারে। ফোনটি MIL STD 810H ডুরাবিলিটি সার্টিফিকেশন এবং ধূলো জল প্রতিরোধের জন্য IP68+IP69 রেটিং পেতে পারে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর আগে ফি বাড়িয়ে দিল Zomato, বিরিয়ানি, চাইনিজ অর্ডার করতে 20 শতাংশ বেশি খরচ
  2. বিদ্যুতের গতিতে চার্জ হবে iQOO 15, ডিসপ্লে ও ক্যামেরায় চমকে দেবে সবাইকে
  3. পুজো সেলের ঘোষণা করল Xiaomi, কোন কোন স্মার্টফোনে ডিসকাউন্ট পাবেন দেখুন
  4. বছরের পর বছর গবেষণার ফসল, OnePlus 15 স্মার্টফোনের ক্যামেরায় মিলবে DSLR-এর ছোঁয়া!
  5. সেপ্টেম্বরে ধামাকা, Xiaomi 16 সিরিজের লঞ্চের তারিখ ফাঁস, ক্যামেরায় বড় চমক
  6. Samsung Galaxy Z TriFold: এক ফোনে তিনটি স্ক্রিন! সেপ্টেম্বরে আশ্চর্য স্মার্টফোন আনছে স্যামসাং
  7. 2026 সালেই মিলবে 10,000mAh ব্যাটারির ফোন, ইঙ্গিত দিলেন Realme-এর প্রেসিডেন্ট
  8. 6,500mAh ব্যাটারি, AI ফিচার্স সহ হাজির Honor X7d 5G, পড়লেও সহজে ভাঙবে না
  9. Realme 15T দেশে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, সঙ্গে ইয়ারফোন ফ্রি
  10. Vivo Y500: ভিভো বাজার তোলপাড় করে 8,200mAh ব্যাটারি স্মার্টফোন লঞ্চ করল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.