Moto G86 Power 5G ভারতে 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে।
Photo Credit: Motorola
Moto G86 Power 5G কসমিক স্কাই, গোল্ডেন সাইপ্রেস, ও স্পেলবাউন্ড কালারে পাওয়া যাবে
Moto G86 Power 5G বুধবার ভারতে লঞ্চ হল। এটি মটোরোলার সবথেকে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন। ফোনটিতে টার্বোচার্জিং সহ 6,720mAh ব্যাটারি রয়েছে। পাওয়ারফুল ক্যামেরা এবং চিপসেটের সৌজন্যে Moto G86 Power 5G একটি সলিড মিড-রেঞ্জ হ্যান্ডসেটের দাবিদার। ফোনটির অন্যতম আকর্ষণ হল IP68 + IP69 রেটিংযুক্ত ওয়াটারপ্রুফ ফ্রেম এবং মিলিটারি-গ্রেড MIL STD-810H সার্টিফিকেশন। অর্থাৎ ওয়াটার রেজিট্যান্স ও ড্যুরাবিলিটির দিক থেকে কোনও জবাব নেই। এছাড়া, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, 1.5K AMOLED ডিসপ্লে, Dolby Atmos স্টিরিও স্পিকার, OIS মেইন ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার্স রয়েছে।
ভারতে Moto G86 Power 5G এর দাম 17,999 টাকা। এটি 8 জিবি র্যাম +128 জিবি ইন্টারনাল স্টোরেজের একটাই ভেরিয়েন্টে উপলব্ধ। ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়ার ই-স্টোরে আগস্ট 6 থেকে বিক্রি শুরু হবে। ফোনটি ভিগান লেদারের ব্যাক প্যানেল সহ তিনটি প্যানটোন সার্টিফায়েড কালার অপশনে পাওয়া যাবে — কসমিক স্কাই, গোল্ডেন সাইপ্রেস, ও স্পেলবাউন্ড।
Moto G86 Power 5G ফোনে 6.67-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট, HDR10+, 1.5K (1,220×2,712 পিক্সেল) রেজোলিউশন, 4,500 নিট ব্রাইটনেস, 20:09 আসপেক্ট রেশিও, এবং 100 শতাংশ DCI-P3 কালার কভারেজ সমর্থন করে। স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন, SGS লো ব্লু লাইট, এবং মোশন ব্লার রিডাকশন সার্টিফিকেশন অফার করে। ফোনটি 8.6 মিমি পুরু এবং ওজন 198 গ্রাম।
মোটো জি86 পাওয়ার 5G-তে MediaTek Dimensity 7400 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 4 ন্যানোমিটারের অক্টা কোর চিপটি 12 জিবি LPDDR4X RAM ও 256 জিবি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। আবার র্যাম ভার্চুয়ালি 24 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে রান করে। কোম্পানি দু'টি OS আপগ্রেড ও চার বছরের সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
Moto G86 Power 5G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ও 3-ইন-1 ফ্লিকার সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য f/2.2 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
মোটোরোলার এই নতুন ফোনে 33W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট-সহ 6,720mAh ব্যাটারি রয়েছে। ব্যাটারিটি একটি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ হবে। নিরাপত্তার জন্য, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটি হাই-রেস অডিও সার্টিফিকেশন সহ ডুয়াল স্টেরিও স্পিকার দিয়ে সজ্জিত। সঙ্গে ডলবি অডিও সাপোর্ট উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন