Motorola Edge 60 Neo চারটি রঙে পাওয়া যাচ্ছে
Photo Credit: Motorola
Moto G06 সিরিজের সঙ্গে আজ Motorola Edge 60 Neo আত্মপ্রকাশ করল। এই প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোনে মিলিটারি গ্রেড ডুরাবিলিটি এবং IP68+IP69 জলরোধী রেটিং আছে। সহজ করে বললে, স্মার্টফোনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উচ্চ তাপমাত্রা, ঠান্ডা, আর্দ্রতা, ধাক্কা, জল, ও ধুলো ক্ষতি না করতে পারে। 120 হার্টজ pOLED স্ক্রিনে 1.5K রেজোলিউশনের ছবি নিঃসন্দেহে ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্সে নতুন মাত্রা যোগ করবে। Moto AI প্ল্যাটফর্মের অধীনে নতুন হ্যান্ডসেটটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন টুলস যোগ করা হয়েছে। Motorola Edge 60 Neo-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 3x অপটিক্যাল জুম সহ টেলিফটো ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়্যারলেস চার্জিং, ইত্যাদি।
Motorola Edge 60 Neo-এর সামনে 6.4 ইঞ্চি pOLED এলটিপিও ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,200x2,670 পিক্সেল), 3,000 নিট পিক ব্রাইটনেস, এবং কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন অফার করে। ফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসরে চলে যা 12 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। এতে Android 15 ওএস ভিত্তিক Hello UI কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা আছে।
মটোরোলা এজ 60 নিও ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম সহ এসেছে। এতে f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FoV) সহ 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য f/2.4 অ্যাপারচার সহ সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
অ্যাডাপ্টিভ স্ট্যাবিলাইজেশন ফিচার ভিডিও রেকর্ড করার সময় দৃশ্য স্থির ও ঝাঁকুনিমুক্ত রাখে। ফোনটির পোট্রেট মোডে চারটি ভিন্ন ফোকাল লেন্থ বেছে নেওয়া যাবে। সঙ্গে থাকছে ডায়নামিক বোকেহ ইফেক্ট, যেখানে ছয় স্তরের ইনটেনসিটি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায়। এর ফলে নিজের প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করা যেতে পারে। মটোরোলার নতুন ফোনে Moto AI আছে, যা আসলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্ল্যাটফর্ম। এই AI-এর মাধ্যমে ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন ছবির গুণগত মান উন্নত করে। এছাড়াও, Edge 60 Neo-তে 5,200mAh ব্যাটারি আছে, যা 68W টার্বো চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Motorola Edge 60 Neo এর দাম 399 ইউরো থেকে শুরু হচ্ছে যা ভারতীয় মুদ্রায় প্রায়৷ 41,100 টাকার সমান। এটি প্যানটোন ল্যাটে, প্যানটোন ফ্রস্টবাইট, প্যানটোন পইনসিয়ানা এবং প্যানটোন গ্রিসাইল রঙে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটি এই মাসে প্রথমে ইউরোপের বাজারে বিক্রি হবে এবং তারপর ভারত সহ অন্যান্য দেশগুলিতে লঞ্চ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.