Motorola Edge 60 Neo ওলেড ডিসপ্লের সঙ্গে আসবে। এর ফলে স্ক্রিনে প্রাণবন্ত ছবি এবং নির্ভুল রঙ ফুটে উঠবে।
Photo Credit: Motorola
Motorola Edge 60 Neo মডেলটি Edge 60 Neo এর উত্তরসূরী হবে
Motorola Edge 60 Neo এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে যেতে পারে। মটোরোলার নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনটি প্রথমে ইউরোপের মার্কেটে উপলব্ধ হবে এবং তারপরে ভারতে আসবে বলে মনে করা হচ্ছে। এটি Motorola Edge 60 সিরিজের পঞ্চম মডেল হতে চলেছে। একটি সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, Motorola Edge 60 Neo ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে বাজারে আসবে। স্মার্টফোনটির সামনে OLED ডিসপ্লে ব্যবহার করা হবে। এর ফলে স্ক্রিনে প্রাণবন্ত ছবি এবং নির্ভুল রঙ ফুটে উঠবে। ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স অন্য পর্যায়ে চলে যাবে।
টিপস্টার দেবায়ন রায় X (সাবেক টুইটার)-এর একটি পোস্টে দাবি করেছেন যে, Motorola Edge 60 Neo ইউরোপীয় বাজারে আগামী "তিন থেকে ছয় দিনের" মধ্যে উন্মোচন করা হবে। ডিভাইসটি সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুতে ভারতে আসার সম্ভাবনা আছে। এটি Motorola Edge 50 Neo এর আপগ্রেড ভার্সন বা উত্তরসূরি হতে পারে, যা 2024 সালের আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল।
স্পেসিফিকেশন প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, Motorola Edge 60 Neo মডেলে কমপ্যাক্ট OLED ডিসপ্লে থাকবে। এতে প্রাইমারি, আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল, ও টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তবে এগুলি কত মেগাপিক্সেলের হবে, তা এখনও জানা যায়নি। ফ্রন্ট ক্যামেরার সম্পর্কেও টিপস্টার কিছু বলেনি।
প্রসঙ্গত, Motorola Edge 60 গত জুন মাসে ভারতে লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড Edge 60 ছাড়াও, সিরিজে Edge 60 Pro , Edge 60 Fusion, এবং Edge 60 Stylus মডেল তিনটি অর্ন্তভুক্ত রয়েছে। অর্থাৎ, Edge 60 Neo লাইনআপটির পঞ্চম মডেল হিসেবে আসছে। আর যদি ফাঁস হওয়া তথ্য সঠিক প্রমাণিত হয়, তাহলে সংস্থা খুব শীঘ্রই ফোনটির বিষয়ে তথ্য প্রকাশ শুরু করবে।
উল্লেখ্য, পূর্বসূরী, Motorola Edge 50 Neo ফোনটিতে 1.5K রেজোলিউশন সহ 6.4 ইঞ্চি ফ্ল্যাট LTPO POLED ডিসপ্লে রয়েছে, যা 10 হার্টজ থেকে 120 হার্টজের মধ্যে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন কর্নিং গরিলা গ্লাস 3 দ্বারা সুরক্ষিত। ধুলো এবং জল থেকে রক্ষা করতে IP68 রেটিং আছে।
ডিভাইসটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, এবং 10 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর নিয়ে গঠিত। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর আছে, যা 8 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটির ব্যাটারি 68W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন