ক্যামেরা এবং AI ফিচার্সে ধামাকা, লঞ্চ হল Motorola Edge 60 Neo, দাম জেনে নিন

Moto AI প্ল্যাটফর্মের অধীনে Motorola Edge 60 Neo স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একাধিক টুলস যোগ করা হয়েছে।

ক্যামেরা এবং AI ফিচার্সে ধামাকা, লঞ্চ হল Motorola Edge 60 Neo, দাম জেনে নিন

Photo Credit: Motorola

Motorola Edge 60 Neo চারটি রঙে পাওয়া যাচ্ছে

হাইলাইট
  • Motorola Edge 60 Neo ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • স্মার্টফোনটির বডি IP68+IP69 সার্টিফায়েড
  • Motorola Edge 60 Neo এর অন্যতম আকর্ষণ Moto AI প্ল্যাটফর্ম
বিজ্ঞাপন

Moto G06 সিরিজের সঙ্গে আজ Motorola Edge 60 Neo আত্মপ্রকাশ করল। এই প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোনে মিলিটারি গ্রেড ডুরাবিলিটি এবং IP68+IP69 জলরোধী রেটিং আছে। সহজ করে বললে, স্মার্টফোনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উচ্চ তাপমাত্রা, ঠান্ডা, আর্দ্রতা, ধাক্কা, জল, ও ধুলো ক্ষতি না করতে পারে। 120 হার্টজ pOLED স্ক্রিনে 1.5K রেজোলিউশনের ছবি নিঃসন্দেহে ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্সে নতুন মাত্রা যোগ করবে। Moto AI প্ল্যাটফর্মের অধীনে নতুন হ্যান্ডসেটটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন টুলস যোগ করা হয়েছে। Motorola Edge 60 Neo-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 3x অপটিক্যাল জুম সহ টেলিফটো ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়্যারলেস চার্জিং, ইত্যাদি।

Motorola Edge 60 Neo স্পেসিফিকেশন

Motorola Edge 60 Neo-এর সামনে 6.4 ইঞ্চি pOLED এলটিপিও ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,200x2,670 পিক্সেল), 3,000 নিট পিক ব্রাইটনেস, এবং কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন অফার করে। ফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসরে চলে যা 12 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। এতে Android 15 ওএস ভিত্তিক Hello UI কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা আছে।

মটোরোলা এজ 60 নিও ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম সহ এসেছে। এতে f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FoV) সহ 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য f/2.4 অ্যাপারচার সহ সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

অ্যাডাপ্টিভ স্ট্যাবিলাইজেশন ফিচার ভিডিও রেকর্ড করার সময় দৃশ্য স্থির ও ঝাঁকুনিমুক্ত রাখে। ফোনটির পোট্রেট মোডে চারটি ভিন্ন ফোকাল লেন্থ বেছে নেওয়া যাবে। সঙ্গে থাকছে ডায়নামিক বোকেহ ইফেক্ট, যেখানে ছয় স্তরের ইনটেনসিটি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায়। এর ফলে নিজের প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করা যেতে পারে। মটোরোলার নতুন ফোনে Moto AI আছে, যা আসলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্ল্যাটফর্ম। এই AI-এর মাধ্যমে ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন ছবির গুণগত মান উন্নত করে। এছাড়াও, Edge 60 Neo-তে 5,200mAh ব্যাটারি আছে, যা 68W টার্বো চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Motorola Edge 60 Neo দাম

Motorola Edge 60 Neo এর দাম 399 ইউরো থেকে শুরু হচ্ছে যা ভারতীয় মুদ্রায় প্রায়৷ 41,100 টাকার সমান। এটি প্যানটোন ল্যাটে, প্যানটোন ফ্রস্টবাইট, প্যানটোন পইনসিয়ানা এবং প্যানটোন গ্রিসাইল রঙে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটি এই মাসে প্রথমে ইউরোপের বাজারে বিক্রি হবে এবং তারপর ভারত সহ অন্যান্য দেশগুলিতে লঞ্চ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ক্যামেরা এবং AI ফিচার্সে ধামাকা, লঞ্চ হল Motorola Edge 60 Neo, দাম জেনে নিন
  2. Motorola একজোড়া দুর্দান্ত বাজেট ফোন আনল, 7,000mAh ব্যাটারি ও 4K ক্যামেরা রয়েছে
  3. দাম বাড়লেও বিক্রি কমবে না, উন্নত ফিচার্সে বাজিমাত করতে চলেছে iPhone 17 সিরিজ
  4. 6,000mAh ব্যাটারি, চারটি ক্যামেরার সঙ্গে আত্মপ্রকাশ করল Oppo Reno 14 FS 5G
  5. Lava Bold N1 5G: দেশের সবচেয়ে সস্তা 5G ফোন লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  6. 7,000mAh ব্যাটারি সহ Oppo F31 সিরিজ আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, দাম ফাঁস হল
  7. 6,000mAh ব্যাটারি ও তিনটি ক্যামেরা সহ Redmi 15C বাজারে এল, দেখতে অনবদ্য
  8. 14.6 ইঞ্চি ডিসপ্লে ও 11,600mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Tab S11 সিরিজ
  9. Samsung Galaxy S25 FE লঞ্চ হল, চমক ফিচার্সে, 7 বছর Android আপডেট মিলবে
  10. Tecno Pova Slim 5G: বিশ্বের সবচেয়ে পাতলা ফোন ভারতে এল, দাম জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »