এক নজরে নতুন Nokia 9

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 নভেম্বর 2018 13:06 IST
হাইলাইট
  • সম্প্রতি Nokia 9 ফোনের 360 ডিগ্রি ছবি প্রকাশিত হয়েছে
  • Nokia 9 ফোনে থাকবে পাঁচটি ক্যামেরা
  • Nokia 9 এর কামেরায় থাকতে চলেছে Zeiss লেন্স

সম্প্রতি Nokia –র পরবর্তী ফ্ল্যাগশিপ Nokia 9 ফোনে থাকবে পাঁচটি ক্যামেরা

Photo Credit: 91Mobiles/ OnLeaks

মোবাইল ক্যামেরায় বিপ্লব আনতে চলেছে Nokia। সম্প্রতি Nokia –র পরবর্তী ফ্ল্যাগশিপ Nokia 9 ফোনে থাকবে পাঁচটি ক্যামেরা। সম্প্রতি এই ফোনের 360 ডিগ্রি ছবি প্রকাশিত হয়েছে। সেই ছবিতে সব দিক থেকে এই ফোন দেখা গিয়েছে। Nokia 9 এর কামেরায় থাকতে চলেছে Zeiss লেন্স। বৃত্তাকারে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। ক্যামেরার সাথেই থাকবে একটি Xenon LED ফ্ল্যাশ।

ইন্টারনেটে ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে Nokia 9 এর ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। এর সাথেই ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। Google এর Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হবে। এর ফলে এই ফোনের সফটওয়্যার ডেভেলপমেন্টের দায়িত্বে থাকবে সয়ং Google।

সম্প্রতি চিনের এক ওয়েবসাইটে Nokia 9 এর ছবি প্রকাশিত হয়েছিল। । এই ছবিতে দেখা গিয়েছে নতুন এই ফোনের মডেল নম্বর TA-1094। ফোলের পিছনে  থাকবে গ্লসি ফিনিশ। এই ফোনের পিছনেই সাতটি কাট আউট দেখা গিয়েছে। এই সাতটির মধ্যে পাঁচটি ক্যামেরা। একটি ফ্ল্যাশ। তবে শেষ কাট আউটের কারন জানা যায়নি। এছাড়াও ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। তাই মনে করা হচ্ছে Nokia 9 ফোনের ডিসপ্লের নীচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অথবা শুধুমাত্র ফেস আনলক ফিচার সহ বাজারে আসতে পারে এই ফোন।

2018 সালেই Nokia 9 বাজারে আসার কথা ছিল। তবে ক্যামেরা মডিউলে সমস্যার জন্য এই ফোনলঞ্চ পিছিয়ে যায়। আশা করা হচ্ছে এই বছরের শেষের দিকে বাজারে আসবে নতুন এই ফ্ল্যাগশিপ।

 

আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Android One প্রজেক্টের অধীনে লঞ্চ হতে পারে Nokia 9। লঞ্চের সময় এই ফোনে থাকতে পারে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এছাড়াও Nokia 9 এ থাকবে 6.01 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট 8GB RAM  আর 256GB স্টোরেজ। নতুন ফ্ল্যাগশিপে 3900 mAh ব্যাটারি ব্যবহার করেছে Nokia।আগে রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 রিয়ার ক্যামেরায় 41MP+20MP+9.7MP তিনটি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে Xenon LED ফ্ল্যাশ। তবে এই সবই ইন্টারনেট থেকে পাওয়া খবর। এই ফোনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানায়নি Nokia।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia 9, HMD Global, Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Android আপডেট মিলবে 6 বছর , দুর্দান্ত ক্যামেরা ও AMOLED ডিসপ্লে সহ হাজির Samsung Galaxy A17 4G
  2. iPhone 17-কেও টেক্কা? 200 মেগাপিক্সেল ক্যামেরার Vivo X300 সিরিজের ডিজাইন প্রকাশ হল
  3. ভোররাত থেকে ক্রেতাদের ভিড়, বিক্রির প্রথম দিনেই iPhone 17 সিরিজ ঘিরে তুঙ্গে উচ্ছ্বাস
  4. 6,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল AI ক্যামেরা সহ Redmi 15C 5G গ্লোবালি লঞ্চ হল
  5. 200 টাকার কমে BSNL-এর নতুন প্ল্যানে 56 জিবি ডেটা ও আনলিমিটেড কথা বলার সুবিধা
  6. পোস্ট অফিসেই মিলবে সিম কার্ড ও মোবাইল রিচার্জের সুবিধা, ঘোষণা করল BSNL
  7. 5G-র যুগেও দুর্দান্ত 4G ফোন আনছে Vivo, থাকছে 6,500mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা
  8. Redmi K90 সিরিজ বাজার কাঁপাতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, লঞ্চ কবে দেখুন
  9. Samsung-এর এই তিন ফোনে Android 16 আপডেট চলে এল, আপনি পেয়েছেন
  10. গিরগিটির স্টাইলে বদলে যাবে রং, নতুন স্মার্টফোনের নকশায় চমক আনছে iQOO
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.