সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Nokia 9 PureView। ইতিমধ্যেই অনলাইনে এ ফোন বিক্রি শুরু হয়েছে। এবার গোটা দেশের অফলাইন রিটেল স্টোরে বিক্রি শুরু হল Nokia 9 PureView। Nokia 9 PureView এর পিছনে রয়েছে পাঁচটি ক্যামেরা। এছাড়াও ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়া এই ফোনে স্টক Android Pie অপারেটিং সিস্টেম চলবে।
ভারতে Nokia 9 PureView এর দাম 49,999 টাকা। ইতিমধ্যেই Flipkart ও Nokia ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে এই ফোন। এবার গোটা দেশের অফলাইন রিটে স্টোরে বিক্রি শুরু হল Nokia 9 PureView। লঞ্চ অফারে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড়। 31 অগাস্ট পর্যন্ত সব রিটেল স্টোরে এই অফার চালু থাকবে।
Nokia 9 PureView ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Zeiss সার্টিফিকেশন। Nokia 9 PureView ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে তিনটি 12 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর দুটি 12 মেগাপিক্সেল RGB সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।
Nokia 9 PureView ফোনে রয়েছে IP67 সার্টিফিকেশন। অর্থাৎ জল অথবা ঝুলোয় এই ফোনের ক্ষতি হবে না। কানেক্টিভিটির জন্য রি ফোনে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.0 আর NFC। ফোনের ভিতরে থাকছে একটি 3.320 mAh ব্যাটারি। থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। Nokia 9 PureView ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক আর একটি USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন