আসন্ন OnePlus 13-ফোনটির চিপসেটটিতে ওরিয়ন কোর থাকবে,যা ফোনটির কার্যক্ষমতার উন্নয়ন ঘটাবে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 9 অক্টোবর 2024 12:07 IST
হাইলাইট
  • আশা করা হচ্ছে,ওরিয়ন কোর কর্মক্ষমতাতে লক্ষণীয় উন্নতি ঘটাতে সাহায্য করব
  • প্রোটোটাইপে OnePlus-এর ক্যামেরা মডিউলে কোম্পানীর সই রয়েছে
  • চলতি মাসের শেষের দিকে OnePlus 13 লঞ্চ করা হবে

Snapdragon 8 Gen 4 chipset will be launched on October 22, during the Snapdragon Summit in Maui, Hawaii

Photo Credit: Qualcomm

চলতি মাসের কোনো একসময়ে নিশ্চিতভাবে One plus 13 ফোনটি চীনেতে উন্মোচিত হবে। তবে আমাদের কাছে এটির সঠিক তারিখের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই, কিন্তু চিপমেকার কোয়ালকমের পক্ষ থেকে OnePlus 13 এর সম্ভাব্য চিপসেট সম্বন্ধিত তথ্যটি প্রকাশ করা হয়েছে। হ্যান্ডসেটটি নতুন Snapdragon 8 Elite চিপ ওরফে Snapdragon 8 Gen 4 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে।মনে করা হচ্ছে,এই ফ্লাগশিপ অ্যানড্রয়েড প্রসেসরটি পরবর্তী Xiaomi এবং Oppo-এর মডেলগুলিকে শক্তি প্রদান করবে।

Snapdragon 8 Elite টিজ করা হয়েছে:

অফিসিয়াল মাইক্রোসাইটের মাধ্যমে কোয়ালকম আসন্ন Snapdragon Summit-এর জন্য নতুন Snapdragon 8 চিপের আগমনকে টিজ করে,একটি নতুন ভিডিও পোস্ট করেছে। ভিডিওটি নিশ্চিত করেছে যে,আসন্ন চিপসেটটিতে Oryon Cores থাকবে। এই একই নির্মাণকৌশল Snapdragon X চিপগুলিতে ব্যবহার করা হয়েছে, যেটি দ্বারা সর্বশেষ Copilot+ PCগুলি চালিত হয়ে আছে।মনে করা হচ্ছে এই ওরিয়ন কোরগুলি কার্যক্ষমতা এবং কর্মশক্তির দক্ষতাতে উল্লেখযোগ্য উন্নতিকরন ঘটাবে।

ভিডিওটিতে একটি স্মার্টফোনকে ক্যামেরা আইল্যান্ড সহ একটি নতুন চিপসেট বহন করতে দেখা যাচ্ছে। প্রোটোটাইপটিতে আসন্ন Oneplus-এর মত একইধরনের ডিজাইন লক্ষ্য করা যাচ্ছে।প্রোটোটাইপটিতে Oneplus 12 এবং Oneplus 11-এর মতো,ক্যামেরা মডিউলের উপরের বাম দিকের কোণে Oneplus-এর সই আছে।

এছাড়াও চীনের Oneplus-এর প্রেসিডেন্ট Louis Lee তার WeiBo হ্যান্ডেলে নতুন Snapdragon 8 Chip সমন্ধে একটি ভিডিও পুনরায় পোস্ট করেছেন,যেটি থেকে বোঝা যাচ্ছে যে,Oneplus 13-Qualcomm Snapdragon 8 Elite SoC প্রসেসরের সাথে যুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে। আগামী 22-সে অক্টোবর স্ন্যাপড্রাগন সামিটের সময় হাওয়াইয়ের মাউইতে নতুন চিপসেটটি লঞ্চ করা হবে।

এরপূর্বে মনে করা হয়েছিল যে,Xiaomi 15 ফোনটি এই চিপসেটের সাথে উন্মোচিত হবে। আশা করা যাচ্ছে চীনেতে iQOO,Honor এবং Oppo-র স্মার্টফোনগুলি Snapdragon 8 Elite-এর সাথে যুক্ত হবে।

OnePlus 13: এর আনুমানিক স্পেসিফিকেশন:

পূর্বের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশরেট এবং 2k রেজোলিউশন সহ একটি 6.82-ইঞ্চির LTPO BOE X2 মাইক্রো কোয়াড বক্র OLED ডিসপ্লে দ্বারা সজ্জিত হতে পারে।এটিতে 24জিবি পর্যন্ত RAM এবং 1টিবি পর্যন্ত অন্তর্নির্মিত স্টোরেজ থাকতে পারে।

আনুমানিকভাবে OnePlus 13 ফোনটিতে ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা থাকবে।যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল LYT-808-এর প্রধান ক্যামেরা ও একটি 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি 3x অপটিক্যাল জুম সহ একটি 50-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো শ্যুটার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 13, OnePlus, OnePlus 13 Specifications
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple আনছে নতুন ফিচার, আইফোনে নেটওয়ার্ক ছাড়াই শেয়ার করা যাবে ছবি
  2. Vivo Y500 Pro সস্তায় 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ও 90W ফাস্ট চার্জ ফিচারের সঙ্গে লঞ্চ হল
  3. Airtel গ্রাহকদের ধাক্কা দিয়ে সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করল
  4. 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme GT 8 Pro Aston Martin F1 এডিশন
  5. New Aadhaar App: অবশেষে চালু নতুন আধার অ্যাপ, কার্ড জেরক্স করার দিন শেষ!
  6. OnePlus Ace 6T হবে দুনিয়ার সর্বপ্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসরযুক্ত ফোন, থাকবে 8,000mAh ব্যাটারি
  7. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে আসছে
  8. iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  9. ভারতে লঞ্চের আগেই Oppo এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ফাঁস হল
  10. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.