GB RAM + 128GB স্টোরেজে Oppo A5 2020 কিনতে 14,990 টাকা খরচ হবে। অন্যদিকে 4GB RAM ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 11,990 টাকা।
নতুন ভেরিয়েন্টে Oppo A5 2020 ফোনে থাকছে আরও বেশি স্টোরেজ ও মেমোরি
নতুন ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হল Oppo A5 2020। এই ফোনে থাকবে 6GB RAM আর 128GB স্টোরেজ। ভারতে নতুন ভেরিয়েন্টে Oppo A5 2020 ফোনের দাম 14,990 টাকা। কোয়াড ক্যামেরা ছাড়াও Oppo A5 2020 ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি আর Snapdragon 665 চিপসেট।
Gadgets 360 কে Oppo জানিয়েছে 6GB RAM + 128GB স্টোরেজে Oppo A5 2020 কিনতে 14,990 টাকা খরচ হবে। অন্যদিকে 4GB RAM ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 11,990 টাকা।
Oppo A5 2020 ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0.1 স্কিন চলবে। ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিওরে থাকছে Snapdragon 665 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। নতুন ভেরিয়েন্টে Oppo A5 2020 ফোনে থাকছে রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
Oppo A5 2020 ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে। Oppo A5 2020 ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। আর থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। Oppo A5 2020 ফোনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Pro Series Colourways and Memory Configurations Listed on Amazon
BSNL Bharat Connect Prepaid Plan With 365-Day Validity Launched; Telco's BSNL Superstar Premium Plan Gets Price Cut
Samsung Galaxy S26 Series Listed on US FCC Database With Support for Satellite Connectivity