7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ও দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল স্টাইলিশ Oppo A6 Pro স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 সেপ্টেম্বর 2025 07:21 IST
হাইলাইট
  • Oppo A6 Pro ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • স্মার্টফোনটি Android 15-ভিত্তিক ColorOS 15 কাস্টম স্কিনের সঙ্গে এসেছে
  • এটি ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে

Oppo A6 Pro চারটি আকর্ষণীয় রঙে এসেছে

Photo Credit: Oppo

Oppo A6 সিরিজের লেটেস্ট মডেল হিসেবে হিসেবে Oppo A6 Pro লঞ্চ হয়ে গেল। নয়া ফোনটি একপ্রকার নিঃশব্দে আত্মপ্রকাশ করেছে। স্মার্টফোনটির মুখ্য আকর্ষণ হল 7,000 এমএএইচ ব্যাটারি। ফলে ঘন ঘন চার্জে বসানোর প্রয়োজন কমে যাবে। আবার 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার ফলে অল্প সময়ে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এটি MediaTek Helio G100 প্রসেসরে চলে। IP69 রেটিং হ্যান্ডসেটটিতে অত্যন্ত উচ্চ-মানের সুরক্ষা স্তর যোগ করেছে। এটি ফোনের ভিতরে জল ও ধুলো ঢুকতে দেবে না। Oppo A6 Pro-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে সুপারকুল VC (ভেপার চেম্বার) সিস্টেম, মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, রিভার্স চার্জিং, AI লিঙ্কবুস্ট 3.0, ডুয়াল স্টেরিও স্পিকার, 300 শতাংশ আলট্রা ভলিউম মোড, ইত্যাদি।

Oppo A6 Pro 4G স্পেসিফিকেশন

Oppo A6 Pro 4G-এর সামনে AGT DT-স্টার D+ কভার গ্লাস সহ 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,400 নিট পিক ব্রাইটনেস, 1.07 বিলিয়ন কালার, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও FHD+ (1,080 x 2,372 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। এতে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর আছে, যা 8 জিবি LPDDR4x র‍্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। সঙ্গে মাইক্রোসডি কার্ড সাপোর্ট আছে।

ওপ্পোর নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যায়। এতে অটোফোকাস ও f/1.8 অ্যাপারচার সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 89 ডিগ্রি ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FoV) সহ 2 মেগাপিক্সেল মনোক্রম লেন্স (f/2.4 অ্যাপারচার) বর্তমান। সেলফি এবং ভিডিও কলের জন্য f/2.4 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরার মাধ্যমে FHD ভিডিও রেকর্ড করা যাবে। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।

Oppo A6 Pro মডেলটির 4,300 স্কোয়ার মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম সারফেসের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়ার পর্যন্ত কমাতে সক্ষম। এতে থাকা 7,000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জারে 26 মিনিটে অর্ধেক এবং 61 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। ডিভাইসটির আরেকটি বিশেষত্ব হল, AI GameBoost 2.0 সাপোর্ট। এটি ব্যবহারকারীর গেম খেলার ধরণকে রিয়েল-টাইমে চিনে নেয়। এর ফলে আরও স্মুথ গ্রাফিক্স ও দ্রুত রেসপন্স পাওয়া সম্ভব হবে।

Oppo A6 Pro 4G দাম

Oppo A6 Pro 4G ভিয়েতনামে লঞ্চ হয়েছে। সেখানে 8 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজের দাম 8,290,000 ভিয়েতনামী ডং, যা ভারতীয় মুদ্রায় প্রায় 27,900 টাকার সমান। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,990 তাইওয়ান ডলার (প্রায় 41,000 টাকা)। এটি কোলার পিঙ্ক, লুনার টাইটেনিয়াম, রোজউড রেড, ও স্টেলার ব্লু কালার অপশনে উপলব্ধ। স্মার্টফোনটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ও দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল স্টাইলিশ Oppo A6 Pro স্মার্টফোন
  2. 6,500mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দারুণ 5G স্মার্টফোন আনল Vivo
  3. DSLR ভুলে যান, Oppo Find X8 সিরিজে থাকবে Hasselblad-এর চারটি ক্যামেরা
  4. হাতে ধরলেই বদলে যাবে রঙ, প্রথম লুকেই তাক লাগাল iQOO 15
  5. 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারির সঙ্গে 16 অক্টোবর লঞ্চ হবে Oppo Find X9 সিরিজ
  6. iPhone 17-কে টেক্কা দিতে 25 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Xiaomi 17 সিরিজ, ফিচার্স Apple-এর থেকেও ভাল?
  7. লঞ্চের আগেই OnePlus 15 স্মার্টফোনের আসল ছবি ফাঁস, ক্যামেরায় থাকছে চমক
  8. 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে Vivo X300 সিরিজ বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে এই তারিখে
  9. Xiaomi ও Redmi পুজোর মুখে আনছে নতুন স্মার্টফোন ও ট্যাব, দাম ফাঁস হল
  10. Android আপডেট মিলবে 6 বছর , দুর্দান্ত ক্যামেরা ও AMOLED ডিসপ্লে সহ হাজির Samsung Galaxy A17 4G
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.