Oppo A6x 5G comes with a 6,500mAh battery
Photo Credit: Oppo
Oppo A6x 5G মঙ্গলবার ভারতের বাজারে আত্মপ্রকাশ করল। এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের প্রধান আকর্ষণ হল পাওয়ারফুল ব্যাটারি ও ফাস্ট চার্জিং। 12,500 টাকার কমে লঞ্চ হওয়া এই ফোন Amazon, Flipkart, ও Oppo কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। Oppo A6x 5G এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত আলট্রা ব্রাইট ডিসপ্লে, 45W ফাস্ট চার্জিং, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, 6,500mAh ব্যাটারি, রিভার্স চার্জিং সাপোর্ট, AI গেমবুস্ট 2.0, লুমিনাস রেন্ডারিং ইঞ্জিন, ইত্যাদি। নতুন হ্যান্ডসেটটি Android 15 অপারেটিং সিস্টেমে রান করে ও এর উপর ColorOS 15 কাস্টম স্কিন আছে।
ওপ্পো এ6এক্স 5G একটি 6.7 ইঞ্চি LCD ডিসপ্লের সঙ্গে এসেছে যা HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ রিফ্রেশ রেট, 16.7 মিলিয়ন কালার, 256 পিপিআই পিক্সেল ডেনসিটি, এবং 1,125 নিট ব্রাইটনেস (HBM) সাপোর্ট করে। নতুন ফোনটিতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দিয়েছে কোম্পানি।
Oppo A6x 5G বাজারে 6 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং 128 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ অপশনে উপলব্ধ। গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 MC2 জিপিইউ আছে। ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,500mAh ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জিং সমর্থন করে। সংস্থার দাবি, ফুল চার্জে 22.4 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও দেখা যাবে। রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে এই ফোন থেকেই অন্য ফোন বা ছোট ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ করা যাবে।
ফটোগ্রাফির জন্য নতুন স্মার্টফোনটির পিছনে f/2.2 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য, সামনের দিকে 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা 60fps-এ 1080P ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফ্রন্ট ক্যামেরায় 30fps-এ 1080P ভিডিও শুট করা যায়। এছাড়াও, এতে সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস রিকগনিশন ফিচার আছে।
Oppo A6x হ্যান্ডসেটটির 4 জিবি র্যাম + 64 জিবি অনবোর্ড স্টোরেজ সহ বেস ভ্যারিয়েন্টের মূল্য 12,499 টাকা রাখা হয়েছে। আর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 13,499 টাকা ও 14,999 টাকা। এটি Amazon, Flipkart, Oppo ইন্ডিয়া ই-স্টোর, এবং অন্যান্য অফলাইন স্টোর থেকে কেনা যাবে। নতুন ফোনটি আইস ব্লু ও অলিভ গ্রীন রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.