12 জুলাই ভারতে লঞ্চ হবে Oppo Find X

12 জুলাই ভারতে লঞ্চ হবে Oppo Find X
হাইলাইট
  • ভারতে এক লঞ্চ ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠাল Oppo
  • 12 জুলাই এই ইভেন্টেই ভারতে Find X ফোনটি লঞ্চ করবে Oppo
  • Oppo Find X এর সবথেকে বড় আকর্ষণ এই ফোনের মটোরাইজড ক্যামেরা মডিউল
বিজ্ঞাপন

12 জুলাই ভারতে এক লঞ্চ ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠাল Oppo। মনে করা হচ্ছে এই ইভেন্টেই ভারতে Find X ফোনটি লঞ্চ করবে Oppo। Oppo Find X এর সবথেকে বড় আকর্ষণ এই ফোনের মটোরাইজড ক্যামেরা মডিউল। ফোনের সামনে পুরো জায়গা জুড়েই খালি ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের উপরে কোন কালো নচ নেই। তাই ক্যামেরাগুলি ফোনের ভিতরে রাখা হয়েছে। প্রয়োজন মতো তা ফোনের উপরে মটোরের সাহায্যে উঠে আসে। এছাড়াও Oppo Find X এ রয়েছে Snapdragon 845 SoC, 8GB RAM ও থ্রি ডি ফেসিয়াল স্ক্যানিং।

এই ফোন ভারতে কবে থেকে পাওয়া যাবে ও ভারতে ফোনের দাম এই ইভেন্টে জানাবে কোম্পানি। প্যারিসে ইভেন্টে এই ফোনের দাম রাখা হয়েছিল 999 ইউরো (প্রায় 79,000 টাকা)। একই ইভেন্টে Oppo Find X Automobili Lamborghini Edition লঞ্চ করা হয়েছিল। এই লিমিটেড এডিশান ফোনে থাকবে 512GB স্টোরেজ, কার্বোন ফাইবার ব্যাক আর VOOC ফ্ল্যাশ চার্জ।। Oppo Find X Automobili Lamborghini Edition এর দাম 1,699 ইউরো (প্রায় 1,34,000 টাকা)। তবে এই ভেরিয়েন্ট ভারতের বাজারে আসবে কী না তা জানা যায়নি।

Oppo Find X ডিজাইন

বডো রেড আর গ্লেসিয়ার ব্লু কালার ভেরিয়েন্টে নতুন এই ফোন পাওয়া যাবে। এই স্মার্টফোনে থাকছে বেজেল লেস ডিজাইন। থ্রি ডি ফেসিয়াল আনলকিং টেকনোলজির মাধ্যমে এই ফোন আনলক হবে। এই ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। ফোনের ক্যামেরা মডিউলটি মোটরের সাহায্যে ফোনের উপরে উঠে আসে। সেই মডিউলেই ফ্রন্ট ও ব্যাক ক্যামেরাদুটি রয়েছে। ফোনটি অন করে লক স্ক্রিন উপরে সোয়াইপ করে দিলে ক্যামেরা স্লাইডারটি মোটরের সাহায্যে উঠে আসে। এরপরে থ্রি ডি ফেসিয়াল স্ক্যানের মাধ্যমে আপনার ফোন আনলক হবে। কোম্পানি জানিয়েছে এই স্লাইডার মোট 3 লক্ষ বার ওঠা নামা করতে পারে। এই স্লাইডারের পিছনে একটি ডুয়াল ক্যামেরা আর সামনে সিঙ্গেল ক্যামেরা রয়েছে। এই ফোনের ডিসপ্লে পাশে Galaxy S9 এর মতো কার্ভড ডিসপ্লে দেখতে পাওয়া যায়।

Oppo Find X স্পেসিফিকেশান

 ডুয়াল সিম Oppo Find X এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.42 ইঞ্চি 19.5:9 ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 93.8%। Oppo Find X এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে একটি Adreno 630 GPU আর 8GB RAM। এর সাথেই Oppo Find X এ থাকবে 256GB ইন্টারনাল স্টোরেজ।

একটি স্লাইডারের মধ্যে এই ফোনের ক্যামেরা গুলি রয়েছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি 16MP প্রাইমারী সেন্সার। প্রাইমারী সেন্সারে OIS সাপোর্ট থাকছে। এছারাও রিয়ার ক্যামেরায় রয়েছে একটি 20MP সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ছবিকে আরও ভালো করে তোলার ক্ষমতা রয়েছে। Oppo Find X এর সামনে রয়েছে একটি 25MP সেলফি ক্যামেরা। এর সাথেই থ্রি ডি ফেস আনলকের জন্য রয়েছে আলাদা সেন্সার।  Oppo Find X এর ভিতরে রয়েছে একটি 3730 mAh ব্যাটারি। এছাড়াও রয়েছে VOOC ফাস্ট চার্জিং।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stunning design
  • Good camera performance
  • Vivid display
  • Snappy performance
  • Bad
  • No IP rating
  • Hidden camera slows down face recognition
Display 6.42-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 3730mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফাঁস হয়ে গেলো Realme 14X হ্যান্ডসেটটির বিভিন্ন তথ্য
  2. বহু প্রতীক্ষিত Redmi Note 14 5g সিরিজটি খুব শীঘ্রই ভারতীয় গ্রাহকদের কাছে উপলব্ধ হতে চলেছে
  3. পরিবর্তিত ডিজাইনের সাথে আসতে চলেছে, Samsung Galaxy S25 Ultra
  4. লঞ্চের আগেই দেখা গেল vivo কোম্পানির বেস কিছু নতুন মডেল
  5. MediaTek Daimensity 9400 চিপসেটের সাথে আসতে চলেছে iQOO Neo 10 সিরিজ
  6. Oppo Reno 13 সিরিজটি বেস মডেল Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro মডেলের সাথে আসতে চলেছে
  7. Vivo কোম্পানী লঞ্চ করতে চলেছে একটি নতুন হ্যান্ডসেট Y300 5g
  8. BSNL,কোম্পানী প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো অতিরক্তি ডেটার সুবিধা
  9. OnePlus কোম্পানী আনতে চলেছে Oneplus Ace 5 এবং OnePlus Ace 5 Pro
  10. Direct-to-Device স্যাটেলাইট কানেক্টিভিটি: এবার BSNL,দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও যোগাযোগের সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »