Oppo K13 Turbo সিরিজে ডুয়েল ক্যামেরা আছে
Photo Credit: Oppo
Oppo K13 Turbo ও K13 Turbo Pro সোমবার চীনে উন্মোচিত হয়েছে। ওপ্পো সেভাবে গেমিং সেন্ট্রিক ফোন বানায় না, তবে নয়া স্মার্টফোন দুটি মোবাইল গেম খেলার জন্য ডিজাইন করা হয়েছে। Oppo K13 Turbo সিরিজের যে ফিচারটি নিয়ে বিশাল হইচই হচ্ছে, সেটি হল অ্যাক্টিভ কুলিং টেকনোলজি। ফোনের ভিতরে ছোট্ট ফ্যান রেখেছে ওপ্পো, যা মোবাইল গরম হলে ঠান্ডা করতে সাহায্য করবে। Gadgets 360 নিজস্ব সূত্র থেকে জানতে পেরেছে, Oppo K13 Turbo এবং K13 Turbo Pro ভারতে শীঘ্রই আসতে চলেছে। ফোনগুলির ভারতীয় ভেরিয়েন্টে চীনা মডেলের মতো স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় হ্যান্ডসেটেই 7,000 স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে।
Gadgets 360 সূত্র থেকে জানতে পেরেছে, Oppo K13 Turbo এবং K13 Turbo Pro আগস্টের শুরুতে ভারতে লঞ্চ হবে। আমরা লঞ্চের দিনক্ষণ শীঘ্রই জানতে পারবো বলে আশা করছি। এদের ভারতীয় ভেরিয়েন্টে চাইনিজ মডেলের মতো একই ফিচার্স থাকতে পারে, যার মধ্যে রয়েছে অ্যাক্টিভ ফ্যান কুলিং প্রযুক্তি। ফোনের ডিজাইনও একই থাকবে বলে ধরে নেওয়া যায়। উল্লেখ্য, বেস Oppo K13 5G এবং K13x 5G যথাক্রমে এপ্রিল এবং জুন মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল।
Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro উভয়ই 6.80 ইঞ্চি AMOLED স্ক্রিনের সাথে এসেছে, যা 1.5K (1,280x2,800 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। Pro ভেরিয়েন্টে Snapdragon 8s Gen 4 চিপ দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটি চলে MediaTek Dimensity 8450 প্রসেসরে। দুটি ফোনেই 16GB পর্যন্ত LPDDR5X RAM ও 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে।
ওপ্পো কে13 টার্বো ও কে13 টার্বো প্রো অ্যান্ড্রয়েড 15 নির্ভর ColorOS 15.0 কাস্টম স্কিনে রান করে৷ ফোন দু'টির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে 16 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ফোনগুলি 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে যা 80W ফাস্ট চার্জিং সমর্থন করে।
Oppo K13 Turbo ও K13 Turbo Pro-তে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে IPX6+IPX8+IPX9 ওয়াটার রেজিট্যান্স ফিচার্সও উপস্থিত। Oppo K13 Turbo এর দাম চীনে 1,799 ইউয়ান (প্রায় 21,600 টাকা) থেকে শুরু হচ্ছে, যা 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, Pro ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান থেকে (প্রায় 24,000 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.