Oppo K13 Turbo সিরিজের কুলিং ইঞ্জিন বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় ব্যাটারি, ডিসপ্লে, ও সিপিইউ থেকে 20 শতাংশ বেশি তাপ অপসারণ করতে সক্ষম। এই কুলিং সিস্টেমের কেন্দ্রে রয়েছে ইন-বিল্ট ফ্যান, এয়ার ডাক্ট, ও 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার।
Oppo K13 Turbo সিরিজের যে ফিচারটি নিয়ে বিশাল হইচই হচ্ছে, সেটি হল অ্যাক্টিভ কুলিং টেকনোলজি। ফোনের ভিতরে ছোট্ট ফ্যান রেখেছে ওপ্পো, যা মোবাইল গরম হলে ঠান্ডা করতে সাহায্য করবে।