দেশের প্রথম কুলিং ফ্যান যুক্ত ফোন Oppo K13 Turbo লঞ্চ হচ্ছে 11 আগস্ট, থাকবে 7,000mAh ব্যাটারি

Oppo K13 Turbo চলে MediaTek Dimensity 8450 চিপসেটে, এবং Pro মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর রয়েছে।

দেশের প্রথম কুলিং ফ্যান যুক্ত ফোন Oppo K13 Turbo লঞ্চ হচ্ছে 11 আগস্ট, থাকবে 7,000mAh ব্যাটারি

Photo Credit: Oppo

Oppo K13 Turbo Pro এর ব্যাক প্যানেলে RGB লাইটিং সিস্টেম আছে

হাইলাইট
  • Oppo K13 Turbo সিরিজ আগস্ট 11 ভারতে আসছে
  • Oppo K13 Turbo ও K13 Turbo Pro-তে ইন-বিল্ট ফ্যান রয়েছে
  • Oppo K13 Turbo সিরিজে 7,000mAh ব্যাটারি রয়েছে
বিজ্ঞাপন

Oppo K13 Turbo সিরিজ নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটল। এই লাইনআপের অধীনে Oppo K13 Turbo এবং K13 Turbo Pro আগামী সপ্তাহে ভারতে আসছে। আজ ওপ্পো আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেছে। ফোনগুলি গত মাসে চীনে রিলিজ হয়েছে। Oppo K13 Turbo সিরিজের অন্যতম আকর্ষণ ইন-বিল্ট ফ্যান। এতে ছোট্ট ফ্যান দিয়েছে কোম্পানি, যার কাজ হল ফোনের অভ্যন্তরীণ তাপমাত্রা কমানো। এছাড়া, Oppo K13 Turbo ও K13 Turbo Pro মডেল দু'টি RGB লাইটিং, 16 জিবি পর্যন্ত র‍্যাম, একাধিক AI-নির্ভর ফিচার্স, 7,000Mah ব্যাটারি, এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সঙ্গে ভারতে আসবে।

ভারতে Oppo K13 Turbo সিরিজ লঞ্চের তারিখ

Oppo K13 Turbo সিরিজ ভারতে আগস্ট 11 দুপুর 12টার সময় লঞ্চ হতে চলেছে। দামের বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে। তবে ওপ্পো নতুন স্মার্টফোনগুলি 40,000 টাকার মধ্যে উপলব্ধ হবে বলে জানিয়েছে। এই ফ্ল্যাগশিপ সিরিজের জন্য ফ্লিপকার্ট একটি ডেডিকেটেড মাইক্রোসাইট বানিয়ে লাইভ করেছে। যা ইঙ্গিত দিচ্ছে, আপকামিং ফোনগুলি Oppo India স্টোরের পাশাপাশি ওই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হতে পারে।

Oppo K13 Turbo সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার্স

Oppo K13 Turbo ও K13 Turbo Pro উভয়ই অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ধরনের কুলিং সিস্টেমের সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এতে একটি সেন্ট্রিফিউগাল ফ্যান রয়েছে, যা 0.1 মিমি ব্লেড ব্যবহার করে এবং 18,000 আরপিএম গতিতে ঘুরতে থাকে। এটি ফোনের চ্যাসিসের মধ্য দিয়ে বাতাস ঘুরিয়ে অভ্যন্তরীণ তাপমাত্রা ঠান্ডা রাখে। প্যাসিভ থার্মাল ম্যানেজমেন্টের জন্য, Oppo K13 Turbo ও K13 Turbo Pro-তে 7,000 স্কোয়ার মিমি ভেপার কুলিং চেম্বার ও 19,000 স্কোয়ার মিমি গ্রাফাইটের স্তর থাকবে। এই ফোনগুলির ভারতীয় ভেরিয়েন্টে চাইনিজ মডেলের মতো ফিচার্স থাকবে বলে জানা গিয়েছে।

ওপ্পো কে13 টার্বো ও ওপ্পো কে13 টার্বো প্রো-এর চীনা ভার্সনে 6.80 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 1.5K (1,280x2,800 পিক্সেল) রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। বেস মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Pro ভেরিয়েন্ট ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 চিপ আছে। উভয় ফোনেই 16 জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ।

ফোনগুলির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। প্রতিটি ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি আছে। Oppo K13 Turbo Pro-তে একটি NPU রয়েছে, যা কম ক্ষমতার পাওয়ারের কাজের জন্য অপ্টিমাইজ করা হয়েছে। এটি টেক্সট সামারাইজেশন, স্মার্ট সাজেশন, এবং অন-স্ক্রিন অ্যাওয়ারনেসের মতো Gemini ফিচার্স সাপোর্ট করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 200MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি সহ ঝড় তুলতে আসছে Oppo Reno 15 Pro Max
  2. Samsung Galaxy M17 5G মাত্র 12,499 টাকায় লঞ্চ হল, দাম কম হলেও ক্যামেরা অসাধারণ
  3. অবশেষে Google Pixel 10 Pro Fold-এর সেল শুরু, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট
  4. Flipkart Diwali Sale 2025: মধ্যবিত্তরাও কিনতে পারবে, 4,000 টাকা ছাড় এই দুর্দান্ত 5G ফোনে
  5. কালীপুজোর আগে 7,000 টাকা দাম কমল OnePlus স্মার্টফোনের, এত সস্তায় প্রথমবার
  6. ভিভো-শাওমির আগেই Motorola চালু করল Android 16 আপডেট, আপনার ফোনে আসবে কিনা দেখে নিন
  7. Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে
  8. মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে
  9. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
  10. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »