Poco F1 এর ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। এখন সব ফ্ল্যাগশিপেই এই চিপসেট ব্যবহার হয়। ভারতে Poco F1 ফোনের দাম শুরু হচ্ছে 19,999 টাকা থেকে।
নতুন এই আপডেটে Poco F1 এর পিছনের ক্যামেরা দিয়ে 960fps স্পিডে ভিডিও রেকর্ড করা যাবে
Poco F1 MIUI 10.2.2.0 গ্লোবাল স্টেবেল আপডেট পৌঁছাতে শুরু করল। নতুন এই আপডেটে Poco F1 এর পিছনের ক্যামেরা দিয়ে 960fps স্পিডে ভিডিও রেকর্ড করা যাবে। ইতিমধ্যেই Poco F1 ফোনে Android Pie আপডেট পৌঁছেছে। নতুন আপডেটে 960fps স্পিডে ভিডিও রেকর্ডিং এর সাথেই কম আলোতে আগের থেকে ভালো ছবি তুলতে যোগ হয়েছে ‘লো লাইট' মোড। শিঘ্রই সব Poco F1 গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছে যাবে।
আরও পড়ুন: কত দামে বিক্রি হবে Samsung Galaxy M10 আর Galaxy M20? জেনে নিন
MIUI 10.2.2.0 গ্লোবাল স্টেবেল আপডেটে Poco F1 ক্যামেরায় কম আলোতে আরও ভালো ছবি উঠবে। নতুন সুপার লো-লাইট মোড ব্যবহার করে এই ছবি তুলতে হবে। সম্প্রতি Pixel 3 তে পৌঁছে গিয়েছিল Google এর নাইট সাইট ফিচার। কিছুটা একই ভাবে কাজ করবে Xiaomi র সুপার লো-লাইট মোড। আগে Poco F1 রিয়ার ক্যামেরায় 120fps আর 240fps স্পিডে ভিডিও রেকর্ড করা যেত। প্রসঙ্গত ডিসেম্বর মাসে বিটা আপডেটে Poco F1 ফোনে এই ফিচারগুলি পৌঁছেছিল।
আরও পড়ুন: খেতে ভালোবাসেন? আপনার জন্য সুখবর নিয়ে এল Paytm
![]()
Poco F1 এর ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। এখন সব ফ্ল্যাগশিপেই এই চিপসেট ব্যবহার হয়। ভারতে Poco F1 ফোনের দাম শুরু হচ্ছে 19,999 টাকা থেকে।
আরও পড়ুন: Amazon ও Flipkart বধে এই ফন্দি এটেছেন মুকেশ আম্বানি
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket