Poco M8 Pro is expected to succeed the M7 Pro (pictured)
Photo Credit: Poco
Poco F8 সিরিজ সম্প্রতি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এবার বাজারে আসার পালা তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যের Poco X ও M লাইনআপের। মনে করা হচ্ছে যে বাজেট-ফ্রেন্ডলি Poco M সিরিজ আগে আসতে চলেছে। কারণ Poco M8 Pro মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (FCC) ওয়েবসাইটে দেখা গিয়েছে। সেখান থেকে ফোনটির ব্যাটারি, চার্জিং স্পিড, এবং কানেক্টিভিটি অপশনের বিষয়ে জানা গিয়েছে। এটি Poco M7 Pro-এর উত্তরসূরী মডেল হতে চলেছে, যা 2024 সালের ডিসেম্বরে ভারতে 13,999 টাকায় লঞ্চ হয়েছিল। চলুন দেখে নিই ফোনটির সম্পর্কে কী কী তথ্য প্রকাশ হয়েছে।
টেকআউটলুকের প্রতিবেদন অনুসারে, 2510EPC8BG মডেল নম্বরের সঙ্গে Poco M8 Pro হাজির হয়েছে এফসিসি সার্টিফিকেশন সাইটে। এই মডেল নম্বর আগে IMEI ওয়েবসাইটেও স্পট করা হয়েছিল। এফসিসি-এর লিস্টিং থেকে জানা গিয়েছে যে এই ফোনে 6,330mAh রেটেড ব্যাটারি থাকবে। অর্থাৎ, টিপিক্যাল ভ্যালু বা ক্ষমতা 6,500mAh হতে পারে।
প্রসঙ্গত, পূর্বসূরী Poco M7 Pro মডেলে 5,110mAh ব্যাটারি ছিল। সে ক্ষেত্রে M8 Pro-এর ব্যাটারি ক্ষমতা আগের মডেলের তুলনায় 1,000mAh-এরও বেশি বৃদ্ধি পেতে চলেছে। ব্যাটারির পাশাপাশি চার্জিং স্পিডেও অগ্রগতি আসছে। লিস্টিং অনুযায়ী, ফোনটি MDY-19-EX মডেল নম্বরের একটি চার্জারের সঙ্গে আসবে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি গত বছরের মডেলের (45W) থেকে দ্বিগুণ আপগ্রেড।
Poco M8 Pro-এর কানেক্টিভিটি অপশনের মধ্যে 5G, 4G LTE, Wi-Fi 6E, ব্লুটুথ, এবং এনএফসি থাকবে। এটি সফটওয়্যারের দিক থেকে Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। যার অর্থ হল এতে HyperOS 2 প্রি-ইনস্টল করা হবে। ডিভাইসটি 8 জিবি ও 12 জিবি র্যাম অপশনে আসতে পারে। পোকো কবে ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে, সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, Poco F8 সিরিজ নভেম্বরের শেষে গ্লোবালি লঞ্চ হয়েছে। এই ফ্ল্যাগশিপ সিরিজে Poco F8 Pro ও Poco F8 Ultra অর্ন্তভুক্ত আছে। উভয় স্মার্টফোনে Bose-এর টিউন করা স্পিকার আছে। Poco F8 Ultra মডেলটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত, যেখানে, Poco F8 Pro ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite চিপসেট আছে। ফোনগুলি IP68-স্তরের ধুলো ও জল প্রতিরোধী ক্ষমতা এবং 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে৷
টপ মডেল Poco F8 Ultra-এর প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের সেন্সর আছে। সঙ্গে 102 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 5x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও তুলতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের এবং এটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.