Poco M8 Pro 5G-তে একটি বিশেষ ফিচার আছে, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই সীমিত দূরত্বে ভয়েস কল করা সম্ভব।
Photo Credit: Poco
Poco M8 Pro 5G carries a 50-megapixel Light Fusion 800 camera sensor
Poco M8 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। পাশাপাশি শাওমির সহযোগী সংস্থাটি Poco M8 Pro 5G নামে একটি নতুন মডেল গ্লোবাল মার্কেটে রিলিজ করেছে। এই ফোনে আরও উন্নত ফিচার্স যোগ করেছে কোম্পানি। ফোনটিতে একটি বিশেষ ফিচার আছে, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই সীমিত দূরত্বে ভয়েস কল করা সম্ভব হবে। ডিভাইসে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং আছে। ফলে যেমন ফোনের ভিতরে ধুলো বা কঠিন পদার্থ ঢুকতে পারবে না, তেমনই জলে ডুবে গেলেও ক্ষতি হবে না। Poco M8 Po 5G মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 100W ফাস্ট চার্জিং, ইনফ্রারেড সেন্সর, Dolby Atmos-এর সাথে স্টেরিও স্পিকার, ইত্যাদি।
পোকো এম8 প্রো 5G-এর সামনে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,280 x 2,772 পিক্সেল), 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR10+, ও 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। হাত ভেজা কিংবা তেলতেলে থাকলেও টাচ সঠিকভাবে কাজ করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
Poco M8 Pro 5G ডুয়াল ব্যাক ক্যামেরা অফার করে। পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Light Fusion 800 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনে Android 15 নির্ভর Hyper OS 2 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড রয়েছে।
Poco M8 Pro 5G রান করে Snapdragon 7s Gen 4 প্রসেসর (4 ন্যানোমিটার)। চিপটি 12 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। ফোনটিতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,500mAh ব্যাটারি। এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে।
Poco M8 Pro 5G-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 299 ইউরো (প্রায় 26,900 টাকা) ও 359 ইউরো (প্রায় 32,300 টাকা)। স্মার্টফোনটি কখন ভারতে লঞ্চ হবে, তা এখনও ঘোষণা হয়নি। উল্লেখ্য, Poco M8 5G তিনটি স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ হয়েছে। 6 জিবি র্যাম + 128 জিবির বেস মডেলের দাম 18,999 টাকা। তবে এটি জানুয়ারি 13 সেলের প্রথম দিন সীমিত সময়ের জন্য 15,999 টাকায় কেনার সুযোগ মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Qualcomm Suggests Its Chips Will Power Most Galaxy S26 Models; Samsung May Produce 2nm Snapdragon 8 Elite Gen 5: Reports