এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Realme 3 Pro। ইতিমধ্যেই ফ্ল্যাশ সেলে মুহুর্তে এই ফোনের স্টক শেষ হয়েছিল। আজ ফ্ল্যাশ সেলে আবার বিক্রি হবে এই স্মার্টফোন। সোমবার দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলে এই ফোনের তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি হবে। শুধুমাত্র Flipkart আর Realme.com থেকে পাওয়া যাবে Realme 3 Pro।
Realme 3 Pro তে রয়েছে শক্তিশালী Snapdragon 710 চিপসেট আর 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে আর ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা ব্যবহার করেছে Realme। Realme 3 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Redmi Note 7 Pro এর সাথে টেক্কা দিতে ভারতে Realme 3 Pro লঞ্চ করল চিনের কোম্পানিটি।
6GB RAM আর 64GB স্টোরেজে Realme 3 Pro কিনতে 15,999 টাকা খরচ হবে। 4GB RAM আর 64GB স্টোরেজে Realme 3 Pro কিনতে 13,999 টাকা খরচ হবে। 6GB RAM আর 128GB স্টোরেজে Realme 3 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। কার্বোণ গ্রে, নাইট্রো ব্লু আর লাইটনিং পার্পল কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart আর Realme অনলাইন স্টোর থেকে Realme 3 Pro পাওয়া যাবে। 6 মে দুপুর 12 টায় ফ্ল্যাশ সেল শুরু হবে।
ডুয়াল সিম Realme 3 Pro তে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme 3 Pro তে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Realme 3 Pro ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Realme 3 Pro তে থাকছে একটি ব25 মেগাপিক্সেল ক্যামেরা। Realme 3 Pro ক্যামেরায় 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা যাবে। 64 মেগাপিক্সেল ছবি তোলার জন্য থাকছে Ulltra HD মোড আর কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন