ফার্মওয়্যার ভার্সন RMX1801EX_11_C.31’র হাত ধরে Realme 2 Pro-তে আপডেট পৌঁছেছে। এছাড়াও Realme 3-তে RMX1825EX_11_C.10 ও Realme 3i-তে RMX1827EX_11_C.10 এর মাধ্যমে পৌঁছেছে আপডেট।
Realme 2 Pro
Realme 2 Pro-তে পৌঁছল সফটওয়্যার আপডেট। ফলে এই ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে গেল। এছাড়াও আপডেটের পরে এই ফোন ল্যাগ করবে না। Realme 2 Pro ছাড়াও Realme 3 ও Realme 3i গ্রাহকদের ফোনেও এই আপডেট পৌঁছেছে। এই দুই ফোনে লেটেস্ট সিকিউরিটি প্যাচের সঙ্গেই আপডেটের পরে আরও ভাল ক্যামেরা পারফরমেন্স ও ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
ফার্মওয়্যার ভার্সন RMX1801EX_11_C.31'র হাত ধরে Realme 2 Pro-তে আপডেট পৌঁছেছে। এছাড়াও Realme 3-তে RMX1825EX_11_C.10 ও Realme 3i-তে RMX1827EX_11_C.10 এর মাধ্যমে পৌঁছেছে আপডেট।
Realme 2 Pro তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ছোট নচ। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 4GB/6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16MP Sony IMX398 প্রাইমারি সেন্সার। এই ক্যামেরা দিয়ে 30fps স্পিডে 4K ভিডিও তোলা যাবে। এছাড়াও থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Sony IMX398 Realme 2 Pro তে থাকছে USB OTG, Wi-Fi 802.11 ac, Bluetooth, 4G VoLTE, GPS সহ আরও অনেক অপশান। Realme 2 Pro এর ব্যাটারি 3500 mAh। ফোনের ওজন 174 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amazon Black Friday Sale 2025: iQOO Z10x, iQOO Neo 10R and More Smartphones Go on Sale at Discounted Prices