Realme Narzo 90 and Narzo 90x 5G are equipped with a 7,000mAh battery
Photo Credit: Realme
Realme Narzo 90 5G ও Realme Narzo 90x 5G মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। ফোনগুলো অ্যামাজনের মাধ্যমে এ দেশে বিক্রি হবে। উভয় মডেলে 7,000mAh ব্যাটারি ও 60W ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। Narzo 90 5G মডেলে IP66 + IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা বর্তমান। ফোনটির সামনে ও পিছনে দু'টি 50 মেগাপিক্সেল রেজোলিউশনের ক্যামেরা মিলবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট-যুক্ত AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে। অন্য দিকে, বাজেট ফ্রেন্ডলি Narzo 90x 5G এলসিডি ডিসপ্লে পেলেও আরও উন্নত 144 হার্টজ রিফ্রেশ রেট প্রদান করে। চলুন নতুন ফোনগুলির দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Realme Narzo 90x 5G-এর দাম ভারতে 13,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,499 টাকা। এটি ফ্ল্যাশ ব্লু ও নাইট্রো ব্লু কালার অপশনে এসেছে। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, এতে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম 11,999 টাকায় নেমে আসবে।
অন্য দিকে, Realme Narzo 90 5G-এর দাম 16,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 18,499 টাকা। এই ফোনেও 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এটি ভিকট্রি গোল্ড ও কার্বন ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ। উভয় ফোনের সেল ডিসেম্বর 24 অ্যামাজনে শুরু হবে।
রিয়েলমি নারজো 90 5G-এর সামনে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,400 নিট পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,372 পিক্সেল), এবং 1.7 বিলিয়ন কালার সাপোর্ট এসে। অন্য দিকে, রিয়েলমি নারজো 90এক্স 5G একটি 6.80 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এতে 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), ও 16.7 মিলিয়ন কালার আছে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Narzo 90 5G মডেলটির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। Narzo 90x 5G একটি 50 মেগাপিক্সেল Sony IMX852 রিয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে।
Realme Narzo 90 5G, Narzo 90x 5G যথাক্রমে Dimensity 6300 প্রসেসর ও Dimensity 6400 Max প্রসেসর দ্বারা চালিত। দুই ফোনেই 2 টেরাবাইট পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ, 7,000mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জিং প্রযুক্তি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.