Realme Narzo 90 5G মডেলে 1,000 টাকা দামের কুপন অফার করছে Amazon।
Photo Credit: X/ Mukul Sharma
Realme Narzo 90 5G available in two colourways in India
Realme Narzo 90 5G ভারতে গত ডিসেম্বর 16 লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটির সেল আজ বুধবার থেকে শুরু হয়েছে। সেলের প্রথম দিনে ফোনটি অরিজিনাল দামের চেয়ে কিছুটা কমে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এই হ্যান্ডসেটে MediaTek Dimensity 6400 Max প্রসেসর ব্যবহার করা হয়েছে। রিয়েলমির নতুন বাজেট ফোনের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 7,000mAh ব্যাটারি, 60W ফাস্ট চার্জিং সাপোর্ট, IP66 + IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 120 হার্টজ AMOLED ডিসপ্লে, ইত্যাদি। চলুন ফোনটির দাম, অফার, এবং খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
Realme Narzo 90 5G এর দাম ভারতে 16,999 টাকা থেকে শুরু হচ্ছে। স্ট্যান্ডার্ড মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হল 18,499 টাকা। Amazon উভয় মেমরি অপশনে 1,000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করছে। এর ফলে দাম যথাক্রমে 15,999 টাকা ও 17,499 টাকায় নেমে আসবে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে 524 টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। এটি ভিকট্রি গোল্ড ও কার্বন ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ।
রিয়েলমি নারজো 90 5G-এর সামনে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি FHD+ রেজোলিউশন (1,080 x 2,372 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্স প্রসেসর আছে। চিপসেটটি 8 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম ও 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসটি তিনটি মেজর Android OS আপগ্রেড ও চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Narzo 90 5G-এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও f/2.4 অ্যাপারচার এবং 88.8 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটির সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। হ্যান্ডসেটটির রিয়ার ক্যামেরা 30fps-এ FHD+ ভিডিও রেকর্ড করতে সক্ষম।
এছাড়াও, ক্যামেরায় সিনেমাটিক ভিডিও শুটিং এবং মাল্টি-ভিউ শুটিং সাপোর্ট আছে। রিয়েলমি দাবি করছে, এই ফোন 31 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে। ব্যাটারি বাইপাস চার্জিং এবং রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে AI Edit Genie, 6,050 বর্গ মিলিমিটার ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, Android 15 নির্ভর Realme UI 6.0, ডুয়াল স্টেরিও স্পিকার উল্লেখযোগ্য।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut
Arc Raiders' Sales Cross 12.4 Million Copies as Embark Studios Rolls Out New Update