Realme P4x 5G was the last P series smartphone introduced by the brand in India
Photo Credit: Realme
Realme P সিরিজের নতুন স্মার্টফোন 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারির সাথে ভারতে আসতে পারে। চলতি সপ্তাহে এই খবরকে ঘিরে দেশের টেক দুনিয়া সরগরম। ফোনটি BIS কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার কথাও জানা গিয়েছে। সংস্থা বিষয়টি নিয়ে মুখ না খুললেও, এখন রিয়েলমির সেই আসন্ন স্মার্টফোনের ফার্স্ট লুক ও বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। সূত্রের দাবি, এটি ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে বাজারে এন্ট্রি নেবে। এতে গত সপ্তাহে ভারতে লঞ্চ হওয়া Oppo Reno 15 মডেলের মতো দেখতে ক্যামেরা মডিউল থাকবে। চলুন দেখে নিই এই ফোন সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে।
টেক ব্লগার দেবায়ন রায় (গ্যাজেডসডেটা) তাঁর এক্স (পূর্বনাম টুইটার) প্রোফাইলে 10,000mAh ব্যাটারি যুক্ত রিয়েলমির আসন্ন ফোনের ছবি শেয়ার করেছেন। ছবিতে ফোনটি কোরাল রেড কালারে দেখা গিয়েছে। তবে সংস্থা মার্কেটিং করার জন্য ভিন্ন নাম নির্বাচন করতে পারে। এতে বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার ভিতরে একটি এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা কাটআউট বর্তমান। ক্যামেরা মডিউলের সঙ্গে Reno 15 মডেলের সাদৃশ্য রয়েছে।
Photo Credit: X/Debayan Roy
স্পেসিফিকেশনের কথা বললে, ডিভাইসটির প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হবে। বাকি দুই ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেল এবং একটি 2 মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে। ফোনটিতে কার্ভড ব্যাক প্যানেল ও প্লাস্টিক ফ্রেম থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, RMX5107 মডেল নম্বরের একটি Realme স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্র পেয়েছে। এতে 10,000mAh ক্ষমতার ব্যাটারি থাকার দাবি করা হচ্ছে। যদি জল্পনা সত্যি হয় তাহলে, এটি ভারতে এখনও পর্যন্ত রিয়েলমির সবচেয়ে বড় ও শক্তিশালী ব্যাটারি চালিত স্মার্টফোনের তকমা পাবে।স্মার্টফোনটি জানুয়ারি মাসে এ দেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে।
জানিয়ে রাখি, 2025 সালের শেষে 10,001mAh ব্যাটারি যুক্ত একটি রহস্যময় Realme ফোনের ছবি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছিল। ফোনটির ফোনের অ্যাবাউট ডিভাইস পেজে RMX5107 মডেল নম্বর উল্লেখ করা ছিল। অর্থাৎ এই ফোনটি BIS প্ল্যাটফর্মে দেখা গিয়েছে এবং শীঘ্রই ভারতে প্রবেশ করবে।
তখন জানা গিয়েছিল যে, হ্যান্ডসেটের একটি ভ্যারিয়েন্ট 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজের সাথে বিক্রি হবে। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকবে। অন্য দিকে, ফ্লিপকার্ট ইতিমধ্যেই রিয়েলমির একটি পাওয়ারফুল ব্যাটারি যুক্ত ফোনের টিজার প্রকাশ করেছে। তবে সেখানে বিস্তারিত কিছু জানানো হয়নি। রিয়েলমি শীঘ্রই লঞ্চের তারিখ জানাবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.