Realme-এর প্রথম 10,000mAh ব্যাটারি ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হল, শীঘ্রই ভারতে লঞ্চ হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 জানুয়ারী 2026 12:17 IST
হাইলাইট
  • 10,000mAh ব্যাটারির Realme ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে
  • স্মার্টফোনটি ইতিমধ্যেই BIS-এর ছাড়পত্র পেয়েছে
  • Realme এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি

Realme P4x 5G was the last P series smartphone introduced by the brand in India

Photo Credit: Realme

Realme P সিরিজের নতুন স্মার্টফোন 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারির সাথে ভারতে আসতে পারে। চলতি সপ্তাহে এই খবরকে ঘিরে দেশের টেক দুনিয়া সরগরম। ফোনটি BIS কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার কথাও জানা গিয়েছে। সংস্থা বিষয়টি নিয়ে মুখ না খুললেও, এখন রিয়েলমির সেই আসন্ন স্মার্টফোনের ফার্স্ট লুক ও বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। সূত্রের দাবি, এটি ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে বাজারে এন্ট্রি নেবে। এতে গত সপ্তাহে ভারতে লঞ্চ হওয়া Oppo Reno 15 মডেলের মতো দেখতে ক্যামেরা মডিউল থাকবে। চলুন দেখে নিই এই ফোন সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে।

10,000mAh ব্যাটারির Realme ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন

টেক ব্লগার দেবায়ন রায় (গ্যাজেডসডেটা) তাঁর এক্স (পূর্বনাম টুইটার) প্রোফাইলে 10,000mAh ব্যাটারি যুক্ত রিয়েলমির আসন্ন ফোনের ছবি শেয়ার করেছেন। ছবিতে ফোনটি কোরাল রেড কালারে দেখা গিয়েছে। তবে সংস্থা মার্কেটিং করার জন্য ভিন্ন নাম নির্বাচন করতে পারে। এতে বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার ভিতরে একটি এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা কাটআউট বর্তমান। ক্যামেরা মডিউলের সঙ্গে Reno 15 মডেলের সাদৃশ্য রয়েছে।

Photo Credit: X/Debayan Roy

স্পেসিফিকেশনের কথা বললে, ডিভাইসটির প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হবে। বাকি দুই ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেল এবং একটি 2 মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে। ফোনটিতে কার্ভড ব্যাক প্যানেল ও প্লাস্টিক ফ্রেম থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, RMX5107 মডেল নম্বরের একটি Realme স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্র পেয়েছে। এতে 10,000mAh ক্ষমতার ব্যাটারি থাকার দাবি করা হচ্ছে। যদি জল্পনা সত্যি হয় তাহলে, এটি ভারতে এখনও পর্যন্ত রিয়েলমির সবচেয়ে বড় ও শক্তিশালী ব্যাটারি চালিত স্মার্টফোনের তকমা পাবে।স্মার্টফোনটি জানুয়ারি মাসে এ দেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে।

জানিয়ে রাখি, 2025 সালের শেষে 10,001mAh ব্যাটারি যুক্ত একটি রহস্যময় Realme ফোনের ছবি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছিল। ফোনটির ফোনের অ্যাবাউট ডিভাইস পেজে RMX5107 মডেল নম্বর উল্লেখ করা ছিল। অর্থাৎ এই ফোনটি BIS প্ল্যাটফর্মে দেখা গিয়েছে এবং শীঘ্রই ভারতে প্রবেশ করবে।

তখন জানা গিয়েছিল যে, হ্যান্ডসেটের একটি ভ্যারিয়েন্ট 12 জিবি র‍্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজের সাথে বিক্রি হবে। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকবে। অন্য দিকে, ফ্লিপকার্ট ইতিমধ্যেই রিয়েলমির একটি পাওয়ারফুল ব্যাটারি যুক্ত ফোনের টিজার প্রকাশ করেছে। তবে সেখানে বিস্তারিত কিছু জানানো হয়নি। রিয়েলমি শীঘ্রই লঞ্চের তারিখ জানাবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart Republic Day Sale: বিশাল ছাড় ফ্লিপকার্টে, iPhone 16 প্রায় 23,000 টাকা সস্তায়
  2. Realme-এর প্রথম 10,000mAh ব্যাটারি ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হল, শীঘ্রই ভারতে লঞ্চ হবে
  3. Amazon Great Republic Day সেলে 45 শতাংশ ছাড়ে বিক্রি হবে ল্যাপটপ ও ট্যাব
  4. 10,000mAh ব্যাটারির Realme স্মার্টফোন ভারতে জানুয়ারি মাসেই লঞ্চ হতে পারে
  5. অনবদ্য ক্যামেরার সাথে Oppo Reno 15 সিরিজ 5G-এর সেল শুরু, ক্রেতাদের জন্য গুচ্ছের অফার
  6. Poco M8 5G সেল অফারে 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, দাম বাড়ার আগে কিনে ফেলুন
  7. Samsung Galaxy A07 5G সস্তায় 6 বছর Android আপডেট ও 6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  8. AI দৌড়ে হেরে গিয়ে Google-এর হাত ধরল Apple, এবার সিরির মগজে বসছে Gemini
  9. Vivo X200T স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ হল, ট্রিপল Zeiss ক্যামেরার সাথে শীঘ্রই ভারতে লঞ্চ হবে
  10. Amazon-এর গ্রেট রিপাবলিক ডে সেলে মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপে বাম্পার ছাড়, 7,500 টাকার কমে মিলবে ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.