চলে এলো 10000 টাকার মধ্যে অসাধারন বৈশিষট্যসম্পন্ন একটি স্মার্টফোন-Realme C65 5g।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 21 অগাস্ট 2024 11:20 IST
হাইলাইট
  • ফোনটি অক্টাকোর মিডিয়াটেক ডাইমেন্সিটি 6300 SoC প্রসেসর দ্বারা চালিত।
  • ফোনটিতে একটি 5000 mAh ব্যাটারী আছে।
  • 6.67″ 120Hz ডিসপ্লে সহ realme C63 5G, ভারতে ডাইমেনসিটি 6300 লঞ্চ হয়েছে য

Realme কোম্পানী নিয়ে এলো তাদের নতুন একটি স্মার্টফোন। 2024 এর শুরুতে কোম্পানী  C সিরিজের RealmeC65  ফোনটি বাজারে লঞ্চ করেছিল। এই চলতি আগস্ট মাসে,এই C সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ হলো -RealmeC63 5জি । 

স্মার্টফোনটি Mediatek ডামেন্সিটি 6300 SoC  প্রসেসর দ্বারা চালিত।ফোনটি Android 14-ভিত্তিক UI 5.0 সফ্টওয়্যার দ্বারা সজ্জিত।এটিতে একটি 6.67” High Definition ডিসপ্লে আছে। ফোনটি সর্বোচ্চ 8 জিবি RAM পর্যন্ত যুক্ত। প্রসঙ্গত ফোনের ক্যামেরাটি 32 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা,এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সমৃদ্ধ।ফোনটির মধ্যে 5000 mAh ব্যাটারী ইন বিল্ড করা হয়েছে এবং ফোনটি ফার্স্ট চার্জিং সমর্থন করে। 

RealmeC63 5জি এর দাম এবং উপলব্ধতা: 

RealmeC63 এর 5জি ফোনটি 3 রকমের,দামের বিকল্পে বাজারে উপলব্ধ। 3 রকমের বিকল্পের ফোনগুলি ব্যাংক অফারে 1000 টাকা কমে পাওয়া যাবে। যেমন - 

4জিবিRAM+128 জিবি স্টোরেজের,আসল দাম 10,999 ,কিন্তু ব্যাংক অফারের মাধ্যমে 1000 টাকা কমে, এটি 9999 টাকায় পাওয়া যাবে। 

6 জিবি RAM+128 জিবি স্টোরেজের দাম 11,999 , পাওয়া যাচ্ছে 10999 টাকায়। 

8জিবি RAM+128 জিবি স্টোরেজের দাম 12,999 পাওয়া যাবে 11,999 টাকায়। 

 কালার: স্মার্টফোনটি গোল্ডেন অর্থাৎ সোনালী এবং ফরেস্ট গ্রীন রঙে বাজারে উপলব্ধ। 

ফোনটি Reamle কোম্পানীর অনলাইন স্টোরের মাধ্যমে এবং ফ্লিপকার্ট থেকে আগামী 20 আগস্ট দুপুর 12 টার পর থেকে গ্রাহকরা পেয়ে যাবেন। 

Advertisement

RealmeC63 ফোনটির বৈশিষ্ট্য 

Realme C63 স্মার্টফোনটি, অক্টাকোর মিডিয়াটেক ডাইমেন্সিটি 6000 SoC 6nm প্রসেসর দ্বারা চালিত।ফোনটিতে Android 14-ভিত্তিক UI 5.0 সফ্টওয়্যার বর্তমান।ফোনটিতে 50/60/90/120HZ ডায়নামিক রিফ্রেস রেট, সহ একটি 6.67 HD+ স্ক্রিন আছে।এটির টাচ্ স্যাম্পেলিং রেট 240Hz এবং উচ্চতম ব্রাইটনেস লেভেল 625 নিট।এটির রেজোলিউশন 1604 x 720 পিক্সেল। ফোনটি 7.7 mm পাতলা ডিজাইন যুক্ত। 

স্মার্টফোনটিতে সর্বোচ্চ 8জিবি পর্যন্ত RAM যুক্ত করা হয়েছে। এটিতে 128 জিবি অন্তর্নির্মিত স্টোরেজ এর সাথে 2TB এক্সট্রা মেমরি কার্ড স্লট দেওয়া আছে। 

এছাড়াও হ্যান্ডসেটটি LED ফ্ল্যাশ সহ 32MP প্রধান ক্যামেরা,এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দ্বারা সজ্জিত। 

Advertisement

ফোনটির পাশের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।  ফোনটিতে মাইক্রো এসএসডি সিম স্লট,Wi-Fi,ব্লুটথ,3.5 মিমি অডিও জ্যাক, 1115 আল্ট্রা লিনিয়ার বটম-পোর্টেড স্পিকার ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটিতে USB টাইপ-C চার্জিং ব্যাবস্থা আছে। ফোনটি 10W ফার্স্ট সহ 5000 mAh ব্যাটারী দ্বারা চালিত। ফোনটিকে ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য প্রতিরোধের IP64 যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটির ওজন: 192 গ্রাম। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Leica-র দুর্ধর্ষ ক্যামেরায় বাজিমাত করবে Xiaomi 15T, কেমন ফিচার্স থাকবে দেখুন
  2. 6,000mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও 120Hz ডিসপ্লের নতুন 5G স্মার্টফোন আনল Redmi
  3. ChatGPT ব্যবহার করতে লাগবে বয়সের প্রমাণপত্র, কড়া নিয়ম চালু করছে OpenAI
  4. Moto G36 সস্তায় 7,000mAh ব্যাটারি ও 32MP ফ্রন্ট ক্যামেরা সহ বাজারে আসছে
  5. এই প্রথম ট্যাবে 7 বছর Android আপগ্রেড মিলবে, বড় চমক নিয়ে আসছে Samsung Galaxy Tab A11 সিরিজ
  6. সমস্ত সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিল iPhone 17 Pro Max, তিন দিনে স্টক শেষ
  7. Flipkart সেলে 8,799 টাকায় মিলবে দুর্দান্ত Poco 5G স্মার্টফোন, দেখে নিন সব অফার
  8. 6,500mAh ব্যাটারি, IP69 রেটিং সহ দেশে আসছে Vivo V60e 5G, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  9. iPhone 17 Pro Max-এর মতো ফিচার নিয়ে লঞ্চ হবে iQOO 15, চমক ব্যাটারি, প্রসেসরেও
  10. অ্যাপলকে সরাসরি চ্যালেঞ্জ! iPhone 17 সিরিজকে টেক্কা দিতে আসছে Xiaomi 17, 17 Pro ও 17 Pro Max
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.