সম্প্রতি বাজেট এন্ট্রি লেভেল সেগমেন্টে লঞ্চ হয়েছে Realme C3। এই ফোনকে টেক্কা দিতে আগামী সপ্তাহেই নতুন স্মার্টফোন আনছে চিনের কোম্পানিটি। Redmi 9A নামে Xiaomi -র নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ হতে পারে। ভারতে কোম্পানির প্রধান মনু কুমার জৈন জানিয়েছেন গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ চমক।
পাঁচ হাজারের কমে লঞ্চ হল Lava Z53; কী কী থাকছে?
ট্যুইটারে Redmi India হ্যান্ডেল থেকে এক পোস্টে নতুন ফোনের টিজার সামনে এসেছে। টিজারে ‘দেশ কা দমদার স্মার্টফোন' ট্যাগলাইন দেখা গিয়েছে। Redmi 7A ও Redmi 8A লঞ্চের সময়েও একই ধরনের ট্যাগলাইন ব্যবহার করেছিল Xiaomi। যদিও নতুন ফোনের নাম সম্পর্কে উচ্চবাচ্য করেনি চিনের কোম্পানিটি।
বিশাল ব্যাটারি, ড়ুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল Realme C3; দাম ও স্পেসিফিকেশন
11 ফেব্রুয়ারি দুপুর 12 টায় নতুন এন্ট্র লেভেল স্মার্টফোন লঞ্চ শুরু হবে। নতুন ফোনে থাকবে 5,000 mAh ব্যাটারি। জানা গিয়েছে এই ফোনে ভালো গ্রিপের জন্য নতুন ডিজাইন ব্যবহার হয়েছে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
চলতি সপ্তাহেই ভারতে MediaTek Helio G70 চিপসেট, ডুয়াল ক্যামেরা, 5,000 mAh ব্যাটারি ও Android 10 সহ 6,999 টাকায় লঞ্চ হয়েছে Realme C3। সেই ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নতুন স্মার্টফোন আনছে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন