এন্ট্রি লেভেল সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল Lava। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Lava Z53। 4,829 টাকা দামে কেনা যাবে এই স্মার্টফোন। নতুন ফোনে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। Z53 তে রয়েছে একটি কোয়াড কোর প্রসেসর, 6.1 ইঞ্চি ডিসপ্লে, 8 মেগাপিক্সেল ক্যামেরা, 1GB RAM ও 16GB স্টোরেজ।
লঞ্চ অফারে Jio গ্রাহকরা Lava Z53 কিনলে 1,200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশ-ব্যাক পাবেন। সঙ্গে থাকছে অতিরিক্ত 50GB ডেটা। প্রিজম ব্লু ও প্রিজম রোজ কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন।
বিশাল ব্যাটারি, ড়ুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল Realme C3; দাম ও স্পেসিফিকেশন
ডুয়াল সিম Lava Z53 -এ Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার-ড্রপ নচ। ফোনের ভিতরে রয়েছে একটি 1.4 GHz কোয়াড কোর ডিসপ্লে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Lava Z53 -এর পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে কোয়াড কোর প্রসেসরের সঙ্গে রয়েছে 1GB RAM, 16GB স্টোরেজ, 4,120 mAh ব্যাটারি, মাইক্রোইউএসবি পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক ও মাইক্রো এসডি কার্ড স্লট। Flipkart থেকে ইতিমধ্যেই এই ফোন বিক্রি শুরু হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন