কয়েক দিনের মধ্যেই ভারতে লঞ্চ হবে Redmi K20 আর Redmi K20 Pro। এখনও এই দুই ফোনের লঞ্চের দিন ঘোষনা করেনি Xiaomi। লঞ্চের আগে Redmi K20 ফোনের প্রথম টিজার প্রকাশিত হল। এই টিজারে জানানো হয়েছে Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট। গত মাসে Redmi K20 Pro এর সাথে চিনে লঞ্চ হয়েছিল Redmi K20। এই ফোনে রয়েছে Full HD+ AMOLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
ট্যুইটারে Redmi India হ্যান্ডেল থেকে প্রকাশিত ট্যুইটে Snapdragon 730 চিপসেটের AnTuTu বেঞ্জমার্কের ফল দেখানো হয়েছে। সেখানে Snapdragon 675 আর Snapdragon 710 চিপসেটের সাথে Snapdragon 730 চিপসেটের তুলনা দেখানো হয়েছে। সেখানে পরিষ্কার দেখানো হয়েছে দুই প্রতিযোগী চিপসেটের থেকে অনেকটাই এগিয়ে Snapdragon 730।
Mi fans, you will soon see a device with @Qualcomm Snapdragon 730, one of the first in India. It's >40% faster than SD 710 which is an year old. Yes, you read that right!
— Redmi India (@RedmiIndia) June 27, 2019
Can you guess the name of the phone coming with 730? pic.twitter.com/ZJiUA5IoEE
চিনে Redmi K20 ফোনের দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,200 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
ডুয়াল সিম Redmi K20 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi K20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন