ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 আর Redmi Note 7 Pro। তখন থেকেই ভারতের গ্রাহকদের মধ্যে উত্তেজনা চরমে। দুটি ফোনের মধ্যে Redmi Note 7 Pro তে রয়েছে শক্তিশালী প্রসেসার ও ভালো ক্যামেরা। 13,999 টাকা দামে Redmi Note 7 Pro ফোনে থাকছে Qualcomm Snapdragon 675 প্রসেসার আর 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সম্প্রতি লঞ্চ হওয়া অন্যান্য ফোনের মতোই এই ফোনেও রয়েছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আর ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। কেমন হল Redmi Note 7 Pro। পড়ুন রিভিউ।
আরও পড়ুন: Redmi Note 7 রিভিউ
Redmi Note সিরিজের স্মার্টফোনে এতদিন বাজার চলতি আর দশটা ফোনের মতোই ডিজাইন দেখা যেত। এই ট্রেন্ড থেকে বেরিয়ে এসেছে Redmi Note 7 Pro। এই ফোনে থাকছে প্রিমিয়াম গ্লাস বডি ডিজাইন। এক নজরে এই ফোন দেখে প্রিমিয়াম স্মার্টফোন মনে হবে।
Redmi Note 7 Pro এর সামনে ও পছনে সুরক্ষার জন্য রয়েছে Gorilla Glass 5। পাশে কার্ভড ডিজাইন ব্যবহারের জন্য এক হাতে এই ফোন ব্যবহারে কোনও অসুবিধা হয় না। ফোনের পিছনে থাকছে Redmi লোগো। তবে Redmi Note 7 Pro ব্যবহারের সময় খুব সহজেই ফোনের পিছনে আঙুলের ছাপ থেকে যায়। এছাড়াও ফোনের ক্যামেরা বাম্প সম্প্রতি লঞ্চ হওয়া যে কোনও ফোনের থেকে বড়। তবে একটি প্রোটেক্টিভ কেস ব্যবহার করে এই দুটি সমস্যার সমাধান করা যেতে পারে।
যে কোনও ধরনের তরল পদার্থ থেকে ফোনকে সুরক্ষিন রাখতে Redmi Note 7 Pro এ বিশেষ কোটিং ব্যবহার করেছে Xiaomi। সিম ট্রে থেকে তরল ফোনের ভিতরে ঢোকা আটকাতে বিশেষ রাবার প্যাডিং ব্যবহার হয়েছে। তবে এই ফোনে কোনও ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশান নেই।
ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডুয়াল ক্যামেরা। ফোনের ডান দিকের ভলিউম বাটন একটু উপরে থাকায় ব্যবহারের সমস্যা হয়েছে। এছাড়াও ফোনের ডান দিকেই রয়েছে পাওয়ার বাটন।
ফোনের বাঁ দিনে সিম ট্রে তে দুটি সিম ও একই মাইক্রো এস-ডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনের উপরে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আর আইআর ব্লাস্টার। ফোনের নীচে থাকছে USB Type-C পোর্ট আর স্পিকার গ্রিল।
ফোনের সামনে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ। মোটের উপরে এই দামে সবথেকে ভালো দেখতে স্মার্টফোন Redmi Note 7 Pro। ফোনের বাক্সে থাকছে একটি Redmi Note 7 Pro, একটি প্রোটেক্টিভ কেস, USB Type-C কেবেল একটি 10W চার্জার আর সিম ইজেক্টার টুল।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 16,999 টাকা।
Redmi Note 7 Pro তে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। আগে Xiaomi ফোন ব্যবহার করে থাকছে এই স্কিনে কোনও অসুবিধা হবে না। তবে স্টক অ্যানড্রয়েড গ্রাহকরা শুরুতে MIUI ব্যবহারে একটু সমস্যায় পরতে পারেন।
Redmi Note 7 Pro ফোনের ভিতরে থাকছে শক্তিশালী Snapdragon 675 চিপসেট। এই ফোন ব্যবহারের সময় পারফর্মেন্সে কোনও সমস্যা হয়নি আমাদের। একসাথে একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহারেও স্লো হয়নি এই ফোন। একসাথে 10-12 টি অ্যাপ ওপেন থাকলেও খুব সহজেই একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া যায়।
ক্যাসুয়াল গেমিং এর জন্য আদর্শ Redmi Note 7 Pro। PUBG Mobile ও Asphalt 9: Legends এর মতো ভারি গেমগুলিও হাই গ্রাফিক্সে চলেছে। তবে মাঝে মধ্যে ফ্রেম ড্রপ চোখে পরেছে। তমে মিডিয়াম গ্রাফিক্সে গেম খেললে এই সস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
দৈনিক ব্যবহারের সময় কোন সমস্যা না হলেও এক টানা এক ঘন্টা PUBG Mobile খেললে অবিশ্বাস্য গরম হয়ে যাচ্ছে। বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের আশেপাশে বেশি গরম হচ্ছে এই ফোন। গেম বন্ধ করে কিছু সময় রেখে দিলে তবে ঠান্ডা হচ্ছে ফোন। আশা করছি সফটওয়্যার আপডেটে এই সমস্যার সমাধান করবে Xiaomi।
AnTuTu Benchmark এ 178,570 স্কোর করেছে Redmi Note 7 Pro। Geekbench এ সিঙ্গেল কোরে Redmi Note 7 Pro পেয়েছে 2,389, আর মাল্টিকোরে পেয়েছে 6,593।
ফোন কল করার সময় Redmi Note 7 Pro ফোনে কোনও অসুবিধা হয় না। দ্রুত কাজ করে এই ফোনের পিছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। দ্রুত কাজ করে এই ফোনের ফেস আনলক।
Redmi Note 7 Pro এর অন্যতম প্রধান আকর্ষন এই ফোনের ক্যামেরা। লঞ্চের সময় Redmi Note 7 Pro ফোনে তোলা ছবির সাথে iPhone XS Max এ তোলা ছবির তুলনা করেছিল Xiaomi। এই ফোনে রয়েছে একটি 48 মেগাপিক্সেল f/1.79 অ্যাপারচার আর 1.6μm পিক্সেল সাইজের Sony IMX586 প্রিমারি সেন্সার। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। থাকছে এআই পোট্রেট মোড, এআই স্টুডিও লাইটিং, এআই ডাইনামিক বোকে, স্লো-মো ভিডিও রেকর্ডিং আর 4K ভিডিও রেকর্ডিং ফিচার। ফোনের সামনে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরাতেও থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
Redmi Note 7 Pro ক্যামেরায় তোলা ছবি ফুল সাইজে দেখতে ছবিতে ট্যাপ করুন
মিডরেঞ্জ সেগমেন্টে স্মার্টফোন ফোটোগ্রাফিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে Redmi Note 7 Pro। এই ক্যামেরায় তোলা ছবিতে খুব ভালো ডিটেল, ডাইনামিক রেঞ্জ ড় ভাইব্রেন্সি পাওয়া যাবে। অটো মোডে এই ফোনেওর ক্যামেরায় 12 মেগাপিক্সেল ছবি উঠবে। চারটি পিক্সেল থেকে তথ্য সংগ্রহ করে 48 মেগাপিক্সেল সেন্সার থেকে 12 মেগাপিক্সেল ছবি তুলবে Redmi Note 7 Pro। এর ফলে সেন্সারে আরও বেশি আলো পৌঁছাবে। যার ফলে ছবিতে ডিটেল বাড়বে। তবে ম্যানুয়াল মোডে গিয়ে 48 মেগাপিক্সেল ছবি তোলা যাবে।
কম আলোতেও দারুন ছবি তোলে Redmi Note 7 Pro এর ক্যামেরা। কম আলোতে ছবি তোলার জন্য এই ফোনে বিশেষ নাইট মোড রয়েছে। এই মোডে তোলা ছবিউতে ভালো ডিটেল ও ডাইনামিক রেঞ্জ পাওয়া গিয়েছে।
Redmi Note 7 Pro এর 13 মেগাপিক্সেল সেলফি কায়মেরায় শার্প সেলফি তোলা যাবে। থাকছে ভালো ডাইনামিক রেঞ্জ।
Redmi Note 7 Pro রিয়ার ক্যামেরায় 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে Full HD ভিডিও রেকর্ড করা যাবে। 4K ভিডিও রেকর্ড করার সমর ফ্রেম রেড করে 30 ফ্রেম প্রতি সেকেন্ড হবে। এছাড়াও 120 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে স্লো-মো ভিডিও রেকর্ড করতে পারে এই স্মার্টফোন।
Redmi Note 7 Pro ক্যামেরায় তোলা ছবি ফুল সাইজে দেখতে ছবিতে ট্যাপ করুন
ভালো ব্যাটারি ও ভালো পারফর্মেন্সের সাথেই Redmi Note 7 Pro ফোনে ভালো ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আমরা। গোটা দিন এই ফোন ব্যবহারের পরেও দিনের শেষে 15-20 শতাংশ চার্জ বাকি ছিল এই ফোনে। 30 মিনিট PUBG Mobile খেলার পরে 12 শতাংশ চার্জ করেছে এই ফোনে। আমাদের HD ভিডিও লুপ টেস্টে 19 ঘন্টা 23 মিনিট চলেছে এই ফোন।
Quick Charge 4.0 সাপোর্ট থাকলেও Redmi Note 7 Pro বাক্সের সাথে সাধারন 10W চার্জার দিয়েছে Xiaomi। বাক্সের সাথে থাকা চার্জার ব্যবহার করে 54 মিনিটে 50 শতাংশ চার্জ হয়েছে এই ফোন। 100 শতাংশ চার্জ হতে হময় লেগেছে 2 ঘন্টা 14 মিনিট।
দুর্দান্ত ডিজাইন, শক্তিশালী প্রসেসার, দারুন ক্যামেরা আর বড় ব্যাটারি ব্যবহার করে একটি কমপ্লিট প্যাকেজ হিসাবে লঞ্চ হয়েছে Redmi Note 7 Pro। একটি দুর্দান্ত স্মার্টফোন হওয়ার সব রসদ মজুদ রয়েছে এই ফোনে। 15,000 টাকা বাজেটে ভারতের স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা চরমে। সেখানেই নতুন ধামাকা নিয়ে হাজির হল Xiaomi।
একই বাজেটে Oppo K1 (রিভিউ) ফোনে থাকছে AMOLED ডিসপ্লে আর ডিসপ্লে নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। অন্যদিকে Samsung Galaxy M30 (রিভিউ) আর Galaxy A50 (রিভিউ) ফোনে পাবেন Super AMOLED ডিসপ্লে আত ট্রিপল রিয়ার ক্যামেরা। এছাড়াও বাজারে রয়েছে Realme U1, Asus ZenFone Max Pro M2 এর মতো ফোনগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন