ভারতে ধীরে ধীরে Redmi Note 7 বিক্রি বন্ধ করে দেবে Xiaomi। ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। মার্চ মাসে শুরু হয়েছিল বিক্রি। বিক্রি শুরুর মাত্র দুই মাসের মধ্যে এই ফোন বিক্রি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করল চিনের কোম্পানিটি। সম্প্রতি Twitter এ Xiaomi -র এক প্রতিনিধি জানিয়েছেন Redmi Note 7S বিক্রি শুরুর পরে ধীরে ধীরে ভারতের বাজার থেকে Redmi Note 7 ফোন তুলে নেবে কোম্পানি।
ভারতে Xiaomi অনলাইন সেল বিভাগের প্রধান রঘু রেড্ডি Twitter এ জানিয়েছেন Redmi Note 7 এর পরিবর্তে ভারতে Redmi Note 7S বিক্রি শুরু করবে বেজিং এর কোম্পানিটি। অন্যদিকে ভারতে Xiaomi -র মার্কেটিং প্রধান অনুজ শর্মা জানিয়েছেন শিঘ্রই ভারতে সব Redmi Note 7 বিক্রি করে দেওয়া হবে।
It might look like that, but in reality the Note 7 gets phased out.
— Raghu Reddy (@RaghuReddy505) May 20, 2019
সোমবার ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 7S। Redmi Note 7 এর সাথে Redmi Note 7S ফোনে ক্যামেরা ছারা অন্য কোন পার্থক্য নেই। Redmi Note 7 ফোনের রিয়ার ক্যামেরায় 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকলেও Redmi Note 7S ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার।
ডুয়াল সিম Redmi Note 7S এ Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 9 স্কিন। Redmi Note 7S এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
Redmi Note 7S ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Note 7S ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7S এর ওজন 186 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন