Mi.com থেকে শুরু হল Mi Super sale। এই সেলে বিভিন্ন স্মার্টফোনে অফারের ডালি নিয়ে হাজির হয়েছে Xiaomi। 7 ফেব্রুয়ারি পর্যন্ত এই সেলে সস্তা হয়েছে Redmi Note 7 Pro, Redmi K20 সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন। এছাড়াও Redmi Note 8 Pro, Redmi Note 7 Pro ও Redmi K20 সিরিজে নো-কস্ট ইএমআই পাওয়া যাবে। Mi.com থেকে এই সেলে ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজেকশনে কেনাকাটা করলে 5 শতাংশ ছাড় পাওয়া যাবে।
Redmi Note 8 Pro এর দাম না কমলেও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় মিলবে। 9,999 টাকায় Redmi Note 7 Pro-এর দাম শুরু হচ্ছে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 10,999 টাকা খরচ হবে। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম কমে হয়েছে 13,999 টাকা। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনলে মিলবে অতিরিক্ত 1,000 টাকা ছাড়।
6GB RAM + 64GB স্টোরেজে Redmi K20 কিনতে 19,999 টাকা খরচ হবে। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 22,999 টাকা। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 27,999 টাকা।
আগামী সপ্তাহেই লঞ্চ হতে পারে Mi 10 ও Mi 10 Pro
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এছাড়াও এই সেলে 2,000 টাকা সস্তা হয়েছে Redmi Note 7S। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাচ্ছে 8,999 টাকায়। 9,999 টাকায় মিলছে 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। এছাড়াও 4,299 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi Go।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন