Photo Credit: OnLeaks/ 91Mobiles
ডিসেম্বর মাসে লঞ্চ হবে Samsung Galaxy A91। লঞ্চের আগে এই ফোনের ডিজাইন সামনে এল। সম্প্রতি ইন্টারনেটে Galaxy A91 ফোনের ছবি ফাঁস হয়েছে। ছবিতে এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে। Samsung Galaxy Note 10 সিরিজে একই ডিজাইনের ডিসপ্লে ব্যবহার হয়েছিল। Galaxy A91 ফোনের পিছনে চার কোনা ক্যামেরা মডিউল থাকছে। এছাড়াও Galaxy A91 ফোনে Galaxy S11 ফোনের বিভিন্ন ফিচার থাকছে। নতুন Galaxy A (2020) সিরিজের সাথেই আগামী বছর বাজারে আসবে Galaxy S11 সিরিজ।
OnLeaks এর সাথে হাত মিলিয়ে 91Mobiles ওয়েবসাইটে Samsung Galaxy A91 ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে সামনে, পিছন ও নীচ থেকে এই ফোন দেখা গিয়েছে। Galaxy A91 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করবে Samsung। Samsung Galaxy Note 10 সিরিজে একই ডিজাইনের ডিসপ্লে ব্যবহার হয়েছিল।
যদিও Galaxy A91 ফোনের সাথে Galaxy S11 ফোনের ডিজাইনের অনেক মিল রয়েছে। এই দুই ফোনে একই ধরনের ক্যামেরা মডিউল ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
Galaxy A91 ফোনের দুটি ছবি সামনে এসেছে। একটি ছবিতে ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। অন্য ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে।
Galaxy A91 ফোনের নীচে থাকছে USB Type-C পোর্ট। আর থাকছে স্পিকার গ্রিল আর মাইক্রোফোন। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ছবিতে ফোনের পিছনে অথবা পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি।
অক্টোবর মাসে SamMobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে SM-A915F মডেল নম্বরে লঞ্চ হবে Samsung Galaxy A91। এই ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনে থাকছে 512GB পর্যন্ত মাইক্রো ইউএসবি সাপোর্ট।
Galaxy A91 ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Ful HD+ ডিসপ্লে। রি ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকতে পাতে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
SamMobile এ প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Samsung Galaxy A91 ফোন লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। 2019 সালের মধ্যেই ভার সহ একাধিক দেশে এই ফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
আরও পড়ুন:
Galaxy A (2020) সিরিজে নতুন স্মার্টফোন নিয়ে আসছে Samsung
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন