সম্প্রতি কুয়ালালামপুরে লঞ্চ হয়েছে Samsung Galaxy A9 (2018)। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে চারটি ক্যামেরার উপস্থিতি। এই প্রথম চারটি রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল কোন স্মার্টফোন। গত মাসে মালোয়েশিয়াল Galaxy A9 (2018) লঞ্চ করেছে Samsung। এবার ভারতে আসতে চলেছে এই ফোন। ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে Samsung Galaxy A9 (2018) ফোন। আগামী 20 নভেম্বর ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। Galaxy A9 (2018) তে চারটি রিয়ার ক্যামেরার সাথেই থাকছে 18.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে ভারতে Samsung Galaxy A9 (2018) ফোনের দাম হবে 35,000 টাকা। যদিও আগে এক রিপোর্টে জানা গিয়েছিল 39,000 টাকায় ভারতে লঞ্চ হবে এই ফোন। এই দামে ভারতে OnePlus 6T ফোনের সাথে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Samsung Galaxy A9 (2018)।
599 ইউরো (প্রায় 51,300 টাকা) আর 549 পাউন্ড (প্রায় 53,700 টাকা) থেকে Samsung Galaxy A9 (2018) ফোনের দাম শুরু হচ্ছে। তবে এই ফোন কবে ভারতে আসবে সেই কথা জানায়নি Samsung।
Samsung Galaxy A9 (2018) স্পেসিফিকেশান
ডুয়াল সিম Samsung Galaxy A9 (2018)ফোনে Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy A9 (2018) ফোনে থাকবে একটি 18.5:9 অয়াসপেক্ট রেশিওর 6.3 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট, 6GB/8GB RAM আর 128GB স্টোরেজ।
Samsung Galaxy A9 (2018) ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 24MP। এর সাথেই থাকবে একটি 10MP টেলিফটো লেন্স, একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 5MP ডেপ্ত সেন্সিং সেন্সার। Galaxy A9 (2018) ফোনের সামনে থাকছে একটি 24MP সেলফি ক্যমেরা।
কানেক্টিভিটির জন্য Galaxy A9 (2018) ফোনে থাকবে 4G VoLTE, Wi-Fi 802.11ac (dual band, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, USB Type-C, NFC আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Galaxy A9 (2018)ফোনের ভিতরে রয়েছে একটি 3800 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন