সস্তা হল দুটি Samsung স্মার্টফোন। ভারতে Galaxy A9 (2018) আর Galaxy A7 (2018) ফোনের দাম কমিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ইতিমধ্যেই অফলাইনে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই দুটি স্মার্টফোন। ইতিমধ্যেই মুম্বাই এর জনপ্রিয় রিটেলার মহেশ টেলিকম এই দাম কমার কথা স্বীকার করেছে। এই বছর জানুয়ারি মাসেও একবার সস্তা হয়েছিল Galaxy A7 (2018), এছাড়াও এপ্রিল মাসে Galaxy A9 (2018) ফোনের দাম কমেছিল।
লঞ্চের সময় এই ফোমের বেস ভেরিয়েন্টের দাম ছিল 36,990 টাকা। দাম কমে সস্তা হয়ে 25,990 টাকা থেকে এই ফোন পাওয়া যাচ্ছে। এই দামে 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। আগে এতদিন 28,990 টাকায় এই ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছিল। অন্যদিকে 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে 28,990 টাকা খরচ হবে। এতদিন 31,990 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছিল।
অন্যদিকে 18,990 টাকার পরিবর্তে 15,990 টাকায় পাওয়া যাবে Galaxy A7 (2018) ফোনের 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোনের দাম 22,990 টাকা থেকে কমে 19,990 টাকা হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে 23,990 টাকায় লঞ্চ হয়েছিল Galaxy A7 (2018)।
ইতিমধ্যেই এই দাম কমানো নিয়ে Samsung কে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর পাইনি আমরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন