Photo Credit: Samsung
Samsung Galaxy Unpacked 2025 এই বছর কোম্পানির দ্বিতীয় মেজর ইভেন্ট
Samsung Galaxy Unpacked 2025 দেখতে দেখতে এসে গেল। অপেক্ষার অবসান ঘটিয়ে আজ, বুধবার, নিউ ইয়র্কের এই ইভেন্টে লঞ্চ হবে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির দুই বহুল প্রত্যাশিত ফোল্ডেবল ফোন, Galaxy Z Fold 7 ও Galaxy Z Flip 7। এর মধ্যে বুক স্টাইলের (বইয়ের মতো ভাঁজ হবে) Samsung Galaxy Z Fold 7 মডেলটি নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ এটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা, হালকা এবং সবথেকে উন্নত ফোল্ডেবল হ্যান্ডসেট হবে বলে শোনা যাচ্ছে। আবার আজ, Galaxy Z Flip 7-এর একটি সাশ্রয়ী মূল্যের সংস্করণ লঞ্চ হতে পারে যা FE (ফ্যান এডিশন) ব্র্যান্ডিং ব্যবহার করতে পারে।
Samsung এখনও বিষয়টি নিয়ে মুখ না খুললেও, একের পর এক তথ্য ফাঁস হয়েই চলেছে। আপনিও যদি কোম্পানির পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল নিয়ে আগ্রহী হোন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে Samsung Galaxy Unpacked 2025 ইভেন্ট কখন, কোথায় দেখবেন, তার বিস্তারিত তুলে ধরা হল। পাশাপাশি, আজ লঞ্চ হতে চলা ফোনগুলি কী কী অফার করবে, সেটাও জানতে পারবেন।
Samsung Galaxy Unpacked 2025 আজ জুলাই 9 নিউ ইয়র্কের ব্রুকলিনে অনুষ্ঠিত হবে। তবে ইভেন্টটি চাক্ষুষ করার জন্য আপনাকে আমেরিকায় উড়ে যেতে হবে না। বাড়ি বসেই দেখতে পারবেন। ভারতীয় সময় সন্ধ্যা 7.30 থেকে স্যামসাং কোম্পানির ওয়েবসাইট, তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিমের মাধ্যমে সমস্ত মুহূর্ত সরাসরি দেখা যাবে। আপনার সুবিধার জন্য আমরা নীচে লাইভ ইভেন্টের লিঙ্ক এম্বেড করে দিয়েছি।
আজকের দিনটিকে গ্যালাক্সির পরবর্তী অধ্যায় হিসাবে অভিহিত করছে কোম্পানি। এর থেকেই স্পষ্ট, Galaxy Z Fold 7 অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত হয়ে আসবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বৈশিষ্ট্যগুলি আরও উন্নত করা হতে পারে। কোম্পানি নতুন এআই-চালিত ইন্টারফেস সহ পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি ডিভাইস লঞ্চের ইঙ্গিত দিয়ে রেখেছে।
Samsung Galaxy Z Fold 7 খোলা অবস্থায় 3.9 মিমি ও ভাঁজ করার সময় 8.9 মিমি হওয়ার সম্ভাবনা আছে। আবার Galaxy Z Flip 7 FE আসতে পারে বলে জল্পনা চলছে।।এটি ক্ল্যামশেল-স্টাইলের Galaxy Z Flip 7 ফোল্ডেবল ফোনটির একটি সাশ্রয়ী মূল্যের সংস্করণ হবে, যা ফ্ল্যাগশিপ মডেলের তুলনায় ডাউনগ্রেড ফিচার্সের সাথে আসবে। এছাড়া, Samsung এক বছর পর ক্লাসিক মডেলটি ফিরিয়ে এনে Galaxy Watch 8 সিরিজ সম্প্রসারণ করবে বলে অনুমান করা হচ্ছে। আজ Galaxy Watch 8, Galaxy Watch 8 Classic, ও Galaxy Watch Ultra (2025) আত্মপ্রকাশ করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন