সবাইকে অবাক করে স্মার্টফোন জগতের এত বছরের ধারণা ভেঙে গুড়িয়ে দিল Samsung

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 জুলাই 2025 07:07 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 7 খোলা অবস্থায় 4.22 মিমি পুরু
  • ফোনটির ভিতরে 8 ইঞ্চি ডিসপ্লে রয়েছে
  • এটি Galaxy Z Flip 7 এর সাথে জুলাই 9 লঞ্চ হয়েছে

Samsung Galaxy Z Fold 7 ভাঁজ খোলা অবস্থায় 4.22 মিমি পুরু

Samsung Galaxy Z Fold 7 প্রচলিত একটি ধারণা ভেঙে দিল। ফোন যত পাতলা হয়, ততই তার সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এমনই ধারণা ছিল স্মার্টফোনের দুনিয়ায়। কিন্তু দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির নতুন ফোল্ডেবল ফোনটি ডিউরাবিলিটি টেস্টে সসম্মানে উত্তীর্ণ হয়ে নজির গড়েছে। হ্যান্ডসেটটির স্লিক বডি ও পাতলা হিঞ্জের স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তা যাচাই করার জন্য, মাঝখানে চাপ দিয়ে বাঁকানো হয়েছিল। গুণমান যাচাই করার সেই পরীক্ষাতেও টিকে থাকতে পেরেছে এটি। Samsung Galaxy Z Fold 7 খোলার সময় মাত্র 4.2 মিমি পুরু হলেও ভাঙা যায়নি। ফোনটি 5 লক্ষেরও বেশি বার ভাঁজ হয়ে টিকে থাকবে বলে দাবি করেছে স্যামসাং।

Samsung Galaxy Z Fold 7 ডিউরাবিলিটি টেস্ট

জেরি রিগস এভরিথিং নামে পরিচিত ইউটিউব কন্টেন্ট নির্মাতা জ্যাক নেলসন তাঁর লেটেস্ট ভিডিওতে Samsung Galaxy Z Fold 7 এর স্থায়িত্ব পরীক্ষা করেছেন। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, ফোনটি বাহ্যিক চাপ সহ্য করে কতক্ষণ সঠিকভাবে কাজ করবে, সহজে ভেঙে যাবে না বা স্ক্র্যাচ পরবে না। ইউটিউবার নতুন ফোনটির AMOLED ডিসপ্লে পুড়িয়ে দেখেছে। ভেতরের ডিসপ্লে ও কব্জাতে আলগা বালি লাগিয়ে ফোনটিকে বাঁকানো হয়েছে।

ইউটিউবার ভিডিওর শুরুতেই স্বীকার করেছিলেন, Samsung Galaxy Z Fold সিরিজের ফোন কখনও অর্ধেক ভেঙে যায়নি। কিন্তু পাতলা ডিজাইনের কারণে Galaxy Z Fold 7 এর বিষয়টি আগের মডেলগুলির থেকে ভিন্ন ছিল। কিন্তু তাঁকে অবাক করে নতুন ফোনটি একটি বাদে ডিউরাবিলিটি যাচাইয়ের সমস্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। 

স্যামসাং-এর নতুন ফোল্ডেবল ফোনটির হাইলাইট ছিল বেন্ড টেস্ট। সংস্থার আগের ফোল্ডেবল মডেলগুলির তুলনায় পাতলা ডিজাইন থাকা সত্ত্বেও, পিছনের দিকে বাঁকানোর পরেও কব্জা ও ফোল্ডেবল ডিসপ্লে চাপের মধ্যে ভেঙে যায়নি। ফোনের উপর এক মুঠো আলগা বালি লাগানোর পরেও ডিসপ্লেটি কার্যকর ছিল। কিন্তু এতে কিছু স্ক্র্যাচ পরেছিল। স্ক্র্যাচ টেস্টে Galaxy Z Fold 7 এর কভার স্ক্রিনে Moh এর হার্ডনেস স্কেল লেভেল 6-এ স্ক্র্যাচ বা দাগ পরতে শুরু করেছে, যেখানে লেভেল 7-এ আরও গভীর আঁচড় দেখা গিয়েছে। এটুকু স্পষ্ট, কর্নিং গরিলা গ্লাস সিরামিক 2 প্রোটেকশন স্ক্রিনকে চাবি এবং কয়েনের স্ক্র্যাচ থেকে বাঁচাতে পারে। তবে এটি ছুরি বা স্টিলের পেরেকের স্ক্র্যাচ থেকে রক্ষা করতে পারে না।

Samsung Galaxy Z Fold 7 স্পেসিফিকেশন ও দাম

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 7 এর বাইরে 6.5 ইঞ্চি Dynamic AMOLED 2X ডিসপ্লে ও ভিতরে 8 ইঞ্চির ডাইনামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে রয়েছে। ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত। এটি 12 জিবি + 16 জিবি র‍্যাম এবং 256 জিবি থেকে শুরু হয়ে 1 টিবি পর্যন্ত স্টোরেজ অপশনে বিক্রি হচ্ছে। ব্যাক ও ফ্রন্ট মিলিয়ে মোট পাঁচটি ক্যামেরা এই ফোনে। কভার স্ক্রিনে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিতরে আরেকটি 10 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

অন্যদিকে, ব্যাকে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ও 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। ফোল্ডেবল ফোনটি 4,400mAh ব্যাটারির সাথে এসেছে। এটি Android 16 নির্ভর One UI 8 কাস্টম স্কিনে রান করে। ভারতে Samsung Galaxy Z Fold 7 এর দাম 1,74,999 টাকা থেকে শুরু হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo স্বাধীনতা দিবসের আগে নতুন 5G ফোন লঞ্চ করছে, ছবি ও ফিচার্স দেখে নিন
  2. iQOO Z10R 5G এর সেল শুরু, 2,000 টাকা ছাড়ে কিনুন 4K ক্যামেরার ওয়াটারপ্রুফ ফোন
  3. 6,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Redmi 15C 5G, ছবি-ফিচার্স ফাঁস
  4. কম দামে কিনুন Apple এর সবচেয়ে সস্তা iPhone, পুজোর দু'মাস আগেই বিরাট ছাড়
  5. সবাইকে অবাক করে স্মার্টফোন জগতের এত বছরের ধারণা ভেঙে গুড়িয়ে দিল Samsung
  6. অপেক্ষার অবসান, সাড়ে চার বছর পর 5G ভার্সনে ফিরছে Vivo এর জনপ্রিয় 4G ফোন
  7. বাজার কাঁপাতে আসছে Redmi 15, থাকবে 108MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, দাম জেনে নিন
  8. ফোনের ভিতরে ফ্যান! Oppo K13 Turbo সিরিজের ভারতে লঞ্চ কনফার্ম হল, থাকবে 7,000mAh ব্যাটারি
  9. ডিসপ্লে-ক্যামেরায় চমক, Redmi Note 14 SE 5G সস্তায় দুর্দান্ত ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ হল
  10. Oppo Reno 14FS 5G ফাটাফাটি ফিচার্সের সঙ্গে লঞ্চ হচ্ছে, দাম ও ছবি ফাঁস হতেই হৈচৈ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.