Samsung Galaxy Z Fold 7 বাজার কাঁপিয়ে 16 জিবি র‍্যাম ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল

Samsung Galaxy Z Fold 7 ফোল্ডেবল স্মার্টফোনে Snapdragon 8 Elite চিপসেট রয়েছে।

Samsung Galaxy Z Fold 7 বাজার কাঁপিয়ে 16 জিবি র‍্যাম ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল

Photo Credit: Samsung

Samsung Galaxy Z Fold 7 ফোল্ডেবল ফোনের নীল রঙের ভেরিয়েন্ট

হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 7 খুললে 4.2 মিমি পুরু ও ভাঁজ হলে 8.9 মিমি
  • এই ফোল্ডেবল স্মার্টফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে
  • Samsung Galaxy Z Fold 7 সর্বোচ্চ 16 জিবি র‍্যাম অফার করে
বিজ্ঞাপন

Samsung Galaxy Z Fold 7 অপেক্ষার অবসান ঘটিয়ে Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ হয়ে গেল। এটি দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির এ যাবৎকালের সবচেয়ে অত্যাধুনিক ও সবথেকে হালকা এবং পাতলা ফোল্ডেবল স্মার্টফোন। এটি খোলা অবস্থায় 4.2 মিমি পুরু ও ভাঁজ করা অবস্থায় 8.9 মিমি। ফোনটির ওজন 215 গ্রাম। এই হ্যান্ডসেটে গুগলের সার্কেল টু সার্চ, জেমিনি লাইভ, এআই রেজাল্ট ভিউ, ড্রয়িং অ্যাসিস্ট, ও রাইটিং অ্যাসিস্টের মতো বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স রয়েছে। ফোনটির ব্যাটারি আধ ঘন্টায় অর্ধেক চার্জ হবে বলে দাবি করা হয়েছে। Samsung Galaxy Z Fold 7-এর দুটি বড় হাইলাইট হল 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 16 জিবি র‍্যাম।

Samsung Galaxy Z Fold 7 স্পেসিফিকেশন ও ফিচার্স

Samsung Galaxy Z Fold 7 এর ফটোগ্রাফি সিস্টেম খাতায় কলমে দুর্ধর্ষ। ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা রয়েছে৷ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং 85 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ মেইন ক্যামেরাটি 200 মেগাপিক্সেলের। প্রধান ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেবে 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ও 3X জুম অপটিক্যাল জুম সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। ফোল্ডেবল ফোনটির কভার স্ক্রিনে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিতরের আরেকটি 10 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক ও ফ্রন্ট মিলিয়ে মোট পাঁচটি ক্যামেরা এই ফোনে।

Samsung Galaxy Z Fold 7-এর মতো শক্তিশালী ফোন Snapdragon 8 Elite চিপসেটে চলবে৷ 256 জিবি থেকে শুরু হয়ে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। 12 জিবি ও 16 জিবি র‍্যাম ভেরিয়েন্ট থাকছে। ফোনটিতে  সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং একটি উন্নত আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়েছে। এটি IP48 ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্স রেটিং পূরণ করেছে। এটাই কোম্পানির প্রথম ফোন যা Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং তার উপর One UI 8 কাস্টম স্কিন রয়েছে।

ফোল্ডেবল ফোন মানেই তাতে একটি ইন্টার্নাল (অভ্যন্তরীণ) ও এক্সটার্নাল (বাহ্যিক) ডিসপ্লে থাকবে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 7-এর বাইরের 6.5 ইঞ্চি Dynamic AMOLED 2X ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস সেরামিক 2 প্রোটেকশনের সাথে এসেছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080x2,520 পিক্সেল), ও 21:9 অ্যাসপেক্ট রেশিও অফার করে।

অন্যদিকে, অভ্যন্তরে 8 ইঞ্চির আরও উন্নত ডাইনামিক  AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন QXGA+ (1,968x2,184 পিক্সেল), সর্বাধিক ব্রাইটনেস 2,600 নিট, ও রিফ্রেশ রেট 120 হার্টজ অ্যাডাপ্টিভ। এটি এক্সটার্নাল ডিসপ্লের থেকেও মজবুত কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন পেয়েছে। Galaxy Z Fold 7 ফোল্ডেবলে 4,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ওয়্যারলেস চার্জিং 2.0 এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার সমর্থন করে।

ভারতে Samsung Galaxy Z Fold 7 এর দাম

ভারতে Samsung Galaxy Z Fold 7  ফোল্ডেবলের দাম 1,74,999 টাকা (12 জিবি + 257 জিবি) থেকে শুরু হচ্ছে। আর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 1,86,999 টাকা। আবার, একদম টপ 16 জিবি র‍্যাম + 1 টেরাবাইট স্টোরেজ কনফিগারেশন কিনতে 2,10,999 টাকা খরচ হবে। ফোনটা ব্লু শ্যাডো, জেটব্ল্যাক এবং সিলভার শ্যাডো কালার অপশনে কেনা যাবে। এছাড়াও, ফোল্ডেবল স্মার্টফোনটি অনলাইন এক্সক্লুসিভ মিন্ট কালারে মিলবে।

  • KEY SPECS
  • NEWS
Display (Primary) 8.00-inch
Cover Display 6.50-inch
Cover Resolution 2520x1080 pixels
Front Camera 10-megapixel + 10-megapixel
Rear Camera 200-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4400mAh
OS Android 16
Resolution 1968x2184 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Z Fold 7 বাজার কাঁপিয়ে 16 জিবি র‍্যাম ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল
  2. Samsung Galaxy Z Flip 7 ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় ঝড় তুলে লঞ্চ হল
  3. OnePlus Pad Lite বাজারে এল, মধ্যবিত্তের বাজেটে 11 ইঞ্চি স্ক্রিন ও 9340mAh ব্যাটারি
  4. জলে ভিজলেও দিব্যি চলবে, Moto G96 সেরা ক্যামেরা ও 5500mAh ব্যাটারির সাথে হাজির
  5. গিরগিটির কায়দায় রঙ বদল! নতুন স্মার্টফোনে বিরাট চমক আনল Oppo
  6. Samsung Galaxy Unpacked 2025: আজ ঘরে বসেই দেখুন Galaxy Z Fold 7, Z Flip 7 ফোনের লঞ্চ ইভেন্ট
  7. OnePlus Buds 4 ভারতে লঞ্চ হল, এক চার্জে 45 ঘন্টা গান শোনা যাবে, রয়েছে 55db ANC
  8. এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন
  9. চাইনিজ ফোনদের ঘুম কেড়ে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 64MP ক্যামেরার ফোন আনছে Lava
  10. Honor X9c 5G অবশেষে ভারতে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা ও 6,600Ah ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »