Samsung Galaxy Z TriFold: এক ফোনে তিনটি স্ক্রিন! সেপ্টেম্বরে আশ্চর্য স্মার্টফোন আনছে স্যামসাং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 সেপ্টেম্বর 2025 19:19 IST
হাইলাইট
  • Samsung চলতি মাসে ট্রাইফোল্ড ফোন লঞ্চ করতে পারে
  • ভাঁজ সম্পূর্ণ খোলা অবস্থায় ডিসপ্লের আকার 9.96 ইঞ্চি থাকতে পারে
  • Samsung Galaxy Z TriFold সিলিকন-কার্বন ব্যাটারি সহ আসতে পারে

Samsung Galaxy Z TriFold সিলিকন-কার্বন ব্যাটারি সহ আসতে পারে

Photo Credit: Samsung

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানীয় সংস্থা Samsung তাদের প্রথম ট্রাইফোল্ড ফোন বাজারে আনার প্রস্তুতি আরম্ভ করল। এটি Galaxy Z TriFold নামেই বিগত কয়েকমাস ধরে প্রযুক্তি দুনিয়ার আলোচ্য বিষয়। একটি সাধারণ ফোল্ডেবল ফোন একজোড়া ডিসপ্লে নিয়ে গঠিত ও বইয়ের মতো খোলা বা বন্ধ করা যায়। নতুন প্রজন্মের ট্রাইফোল্ড ফোনে তিনটি স্ক্রিন থাকে ও তিনবার ভাঁজ করা যায়। সম্পূর্ণ ভাঁজ খুলে দিলে এটি ট্যাবলেট বা বড় স্ক্রিনযুক্ত ডিভাইসের মতো কাজ করে। সূত্র থেকে জানা গিয়েছে, Samsung Galaxy Z TriFold এই মাসেই আত্মপ্রকাশ করবে। লঞ্চের তারিখও ফাঁস হয়েছে।

Samsung Galaxy Z TriFold সেপ্টেম্বর 29 লঞ্চ হতে পারে

টিপস্টার আইস ইউনিভার্সের দাবি, স্যামসাং তাদের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন দক্ষিণ কোরিয়ায় সেপ্টেম্বর 29 লঞ্চ করবে। যদিও টেক জায়ান্টটি এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি। এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের অংশ হিসেবে প্রদর্শিত হবে। তবে, ট্রাইফোল্ডই অনুষ্ঠানের একমাত্র আকর্ষণ হবে না। সে দিন XR হেডসেট (Project Moohan কোডনাম) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত Samsung Galaxy Glasses স্মার্ট চশমা লঞ্চ হতে পারে।

Samsung Galaxy Z TriFold সম্পর্কে কী কী জানা গিয়েছে

স্যামসাংয়ের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে। ভারতীয় মুদ্রায় দাম 2.60 লক্ষ টাকা থেকে 3.00 লক্ষ টাকার মধ্যে থাকতে পারে। এতে জি-স্টাইল ডিজাইন থাকবে যা ভিতরের দিকে ভাঁজ করা যাবে বলে অনুমান করা হচ্ছে। ভাঁজ সম্পূর্ণ খোলা অবস্থায়, স্মার্টফোনটির ডিসপ্লের আকার 9.96 ইঞ্চি থাকতে পারে। আর ভাঁজ অবস্থায় 6.54 ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে।

স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডে সিলিকন-কার্বন ব্যাটারি থাকবে বলে জানা গেছে। এটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ দ্বারা পরিচালিত হতে পারে। ছবি ও ভিডিও তোলার জন্য, ট্রিপল ক্যামেরা ইউনিট থাকতে পারে। এটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম নির্ভর ওয়ান ইউআই 8 কাস্টম সফটওয়্যারে চলবে। উল্লেখ্য, এর আগে ফোনটি স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড নামে আত্মপ্রকাশের কথা জানানো হয়েছিল।

প্রসঙ্গত, 2019 সালে Galaxy Fold এর হাত ধরে প্রথম কমার্শিয়াল ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এনেছিল Samsung। তবে ট্রিপল স্ক্রিন ফোল্ডেবল ডিভাইসের ক্ষেত্রে এই সুযোগ হাতছাড়া করে তারা। কারণ দক্ষিণ কোরিয়ান জায়ান্টটিকে টেক্কা দিয়ে 2024 সালের শেষের দিকে বিশ্বের প্রথম ট্রাইফোল্ডেবল স্মার্টফোন Huawei Mate XT লঞ্চ হয়। তাই এখন ট্রিপল ফোল্ড স্মার্টফোন লঞ্চের দৌড়ে সামিল হয়ে নিজেদের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা দেখাতে চাইছে সংস্থাটি। জুলাইয়ে কোম্পানির মোবাইল বিভাগের প্রধান টিএম রো জানিয়েছিলেন, এই বছরের শেষ নাগাদ ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে আনার লক্ষ্য রাখছেন তারা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা
  2. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  3. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  4. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
  5. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
  6. 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার বাজেট স্মার্টফোন আনছে Realme, র‍্যাম 16 জিবি বাড়ানো যাবে!
  7. 7,000 টাকারও কমে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M07, লো বাজেটেও দুর্দান্ত ফিচার
  8. Moto X70 Air: আইফোন এয়ারকে টেক্কা! এবার সুপার-স্লিম ফোন আনছে মটোরোলা
  9. সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়
  10. দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.