Photo Credit: Samsung
Samsung জানুয়ারিতে Galaxy Unpacked ইভেন্টে ট্রাই-ফোল্ডে ফোনের ঝলক দেখিয়েছিল
ফোল্ডেবল স্মার্টফোনের অঘোষিত সম্রাট Samsung এবার তাদের প্রথম ট্রাই-ফোল্ড ফোন বাজারে আনার প্রস্তুতি আরম্ভ করল। প্রযুক্তি উন্নতির সঙ্গেই বদল যাচ্ছে মুঠোফোনের গঠন। এতদিন ধরে বিক্রিত ফোল্ডেবল ফোনগুলি দুটি ডিসপ্লে নিয়ে গঠিত এবং বইয়ের মতো খোলা বা বন্ধ করা যায়, সেখানে ট্রাই-ফোল্ড স্মার্টফোনে তিনটি প্যানেল থাকে ও তিনবার ভাঁজ করা যায়। ভাঁজ খুললে ট্যাবলেটের আকার নেয়। বিশ্বের মধ্যে Huawei একমাত্র সংস্থা যারা গত বছর এমন অত্যাধুনিক মডেল গ্রাহকদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। তাই এখন ট্রিপল-ফোল্ড স্মার্টফোন লঞ্চের দৌড়ে সামিল হয়ে নিজেদের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা দেখাতে চাইছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। Samsung Tri-Fold ফোনটি কখন লঞ্চ হতে পারে, এবার সেই তথ্য জানাবো আপনাদের।
কোরিয়া টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং এর মোবাইল বিভাগের প্রধান টিএম রো জানিয়েছেন, তারা এই বছরের শেষ নাগাদ ট্রাই-ফোল্ড স্মার্টফোন বাজারে আনার লক্ষ্য রাখছেন। এখনও পর্যন্ত ট্রিপল ডিসপ্লের ফোনটির কোনও নাম নির্বাচন করা হয়নি। তবে প্রযুক্তিমহলের অনেকেই মনে করছেন, এই স্মার্টফোনের নাম Samsung G Fold হতে পারে।
টিম রো স্পষ্ট করেছেন, তারা ট্রাই-ফোল্ড ফোনটির পারফেকশনে অগ্রাধিকার দিচ্ছেন। তাড়াহুড়ো করে ত্রুটি বা অপূর্ণতা রাখতে চান না। নামের বিষয়টিও ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। স্যামসাং যে শুধু ট্রাই-ফোল্ডে থেমে থাকবে না সেটাও তাঁর বক্তব্যে ধরা পড়েছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের অভিজ্ঞতা বা অনুভব উন্নত করতে ভবিষ্যতে নানা আকার, আকৃতি ও ডিজাইনের ফোন তৈরিতেও হাত দেবে।
উল্লেখ্য, Samsung Tri-Fold কেমন স্পেসিফিকেশনের সাথে আসবে সেটা সম্পূর্ণ অজানা। এদিকে, কোম্পানির নতুন জেনারেশনের ফোল্ডেবল, Galaxy Z Fold, Galaxy Z Flip 7, ও Galaxy Z Flip 7 FE সদ্য ভারতে লঞ্চ হয়েছে। বুক স্টাইলের ফোল্ডেবল মডেল অর্থাৎ Galaxy Z Fold 7 এর দাম শুরু হচ্ছে 1,74,999 টাকা (12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ) থেকে। এটি সংস্থাটির সবচেয়ে অত্যাধুনিক, স্লিম, ও লাইটওয়েট ফোল্ডেবল স্মার্টফোন। খুললে 4.2 মিমি পুরু ও ভাঁজ করা অবস্থায় 8.9 মিমি।
অন্যদিকে, Samsung Galaxy Z Flip 7 এর দাম শুরু হচ্ছে 1,09,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে। ক্ল্যামশেল ডিজাইনের এই ফ্লিপ ফোনের বাইরে 4.1 ইঞ্চি AMOLED প্যানেল রয়েছে, যাকে ফ্লেক্সইউন্ডো নামে ডাকা হচ্ছে। ফোন না খুলেই কভার স্ক্রিনে একাধিক কাজ করা যাবে। সেই সঙ্গে প্রচুর AI ফিচার্স ব্যবহার করা যাবে। এই ফোনটির ডাউনগ্রেড ভার্সন হল Galaxy Z Flip 7 FE । এটি সংস্থাটির প্রথম নন-প্রিমিয়াম ফোল্ডেবল ফোন ও দাম 89,999 টাকা থেকে শুরু।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন